- শুক্রবার ০৯ মে ২০২৫

| বৈশাখ ২৬ ১৪৩২ -

Tokyo Bangla News || টোকিও বাংলা নিউজ

ভারতের বিপক্ষে বাংলাদেশের নারী দলের প্রাথমিক দল ঘোষণা

টিবিএন ডেস্ক

প্রকাশিত: ২১:৩৬, ২৬ জুন ২০২৩

ভারতের বিপক্ষে বাংলাদেশের নারী দলের প্রাথমিক দল ঘোষণা

আগামী মাসে ভারতের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজের জন্য  নারী দলের প্রাথমিক দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। শক্তিশালী ভারতের বিপক্ষে মাঠে নামার আগে এখন থেকেই প্রস্তুত হতে শুরু করেছে টাইগ্রেসরা।আজ সোমবার এই সিরিজের জন্য প্রাথমিক দল ঘোষণা করেছে বিসিবি।

বাংলাদেশের প্রাথমিক স্কোয়াড:
 
নিগার সুলতানা (অধিনায়ক), সোবহানা মোস্তারি, মুর্শিদা খাতুন, লতা মণ্ডল, নাহিদা আক্তার, ফারিহা ইসলাম, সানজিদা আক্তার, দিশা বিশ্বাস, রাবেয়া খান, স্বর্ণা আক্তার, শারমিন আক্তার, সুলতানা খাতুন, মারুফা আক্তার, দিলারা আক্তার, সাথী রাণী, রিতু মনি, সালমা খাতুন, শামিমা সুলতানা, ফারজানা হক, ফাহিমা খাতুন।  

প্রাথমিক দলে চমক আছে বেশ। হাসান তিলেকারাত্নের দলে জায়গা পাননি অভিজ্ঞ জাহানারা আলম এবং রুমানা আহমেদ। তবে এই সিরিজে দলে ফিরেছেন সালমা খাতুন এবং শারমিন আক্তার।

জাহানারার বাদ পড়াতে দলে ডাক পেয়েছেন মারুফা আক্তার।সবশেষ ইমার্জিং এশিয়া কাপের দল থেকে আরও ডাক পেয়েছেন দিলারা আক্তার এবং সাথী রাণী।

প্রাথমিক দলে থাকা সবাইকে ৩০ জুন রিপোর্ট করতে বলা হয়েছে। পরের দিন থেকে শুরু হবে অনুশীলন। মিরপুরের শের-ই বাংলা স্টেডিয়ামে ৯ জুলাই প্রথম টি-টোয়েন্টি দিয়ে শুরু হবে ভারতের বিপক্ষে সিরিজ। সিরিজের প্রথম ওয়ানডে ১৬ জুলাই।

আর সি