
ছবি:দ্যা মাইনিচি
২২ বছর পর বিশ্ব চ্যাম্পিয়নশিপের শৈল্পিক সাঁতারে জোড়া স্বর্ণপদক জিতেছে জাপান।রবিবার বিশ্ব চ্যাম্পিয়নশিপের শৈল্পিক সাঁতারে যুগল স্বর্ণপদক জিতলেন জাপানের মাশিরো ইয়াসুনাগা এবং মো হিগা।
মেরিন মেসে ফুকুওকার ফাইনালে ২৪ বছর বয়সী ইয়াসুনাগা এবং ১৫ বছর বয়সী হিগা ২৭৩.৯৫০০ পয়েন্ট, ১০.৯১৬৬ পয়েন্টে এগিয়ে দ্বিতীয় স্থানে থাকা ইতালীয় লিন্ডা সেরুতি এবং লুক্রেজিয়া রুগিয়েরোর থেকে এগিয়ে যায়।
ইয়াসুনাগা বলেন,''আমরা ভাগ্যবান।স্বর্ণপদকটি আমাদের জন্য অনেক বড় পাওয়া এবং আমরা খুব খুশি।এছাড়া আমরা অলিম্পিকেও এমন ফলাফল পেতে চাই বলে জানান তিনি।
এরআগে ২০০১ সালে দক্ষিণ-পশ্চিম জাপানের ফুকুওকা শহরে অনুষ্ঠিত বিশ্ব চ্যাম্পিয়নশিপে স্বর্ণপদক জিতেছিলেন মিয়া তাচিবানা এবং মিহো তাকেদা।
আর সি