- রোববার ১১ মে ২০২৫

| বৈশাখ ২৭ ১৪৩২ -

Tokyo Bangla News || টোকিও বাংলা নিউজ

২০২২ অর্থবছরে টয়োটার নিট মুনাফা ২.৪৫ ট্রিলিয়ন ইয়েন

টিবিএন ডেস্ক

প্রকাশিত: ১৬:৪৩, ১০ মে ২০২৩

২০২২ অর্থবছরে টয়োটার নিট মুনাফা ২.৪৫ ট্রিলিয়ন ইয়েন

ছবি:দ্যা মাইনিচি

২০২২ অর্থবছরে টয়োটা মোটর কর্পোরেশনের নিট মুনাফা ২.৪৫ ট্রিলিয়ন ইয়েন হয়েছে।আজ বুধবার টয়োটা মোটর কর্পোরেশন জানায় তাদের নিট মুনাফা ২০২১ সালের থেকে ২০২২ সালের অর্থবছরে ১৪.০ শতাংশ কমে ২.৪৫ ট্রিলিয়ন ইয়েনে ($১৮ বিলিয়ন) হয়েছে।উপাদান ব্যয় বৃদ্ধির কারণে চার বছরের মধ্যে এটিই প্রথম তাদের নিট মুনাফার পতন বলে জানায় কোম্পানিটি।

২০২২ অর্থবছরের সমাপ্তিতে চলতি বছরের মার্চে তাদের নিট মুনাফা ৯.০ শতাংশ হ্রাস পেয়ে ২.৭৩ ট্রিলিয়ন ইয়েনে দাঁড়িয়েছে।বিশ্বব্যাপী ২০২২ সালে বিশ্বের সর্বোচ্চ বিক্রয়কারী গাড়ি নির্মাতা হিসেবে যানবাহন বিক্রয়ে ৩৭.১৫ ট্রিলিয়ন ইয়েনের রেকর্ড বিক্রি করেছে টয়োটা মোটর।বিশ্বের সর্বোচ্চ বিক্রয়কারী গাড়ি নির্মাতা হিসেবে নিজেদের অবস্থান ধরে রেখেছে। টানা তৃতীয় বছর ধরে তারা এই অবস্থানে রয়েছে টয়োটা মোটর। মার্কিন ডলারের বিপরীতে ইয়েনের দাম সর্বনিম্ন হওয়ার সত্বেও বিদেশী বিক্রয়ে এগিয়ে আছে কোম্পানিটি।

টয়োটা মোটর কর্পোরেশন আশা করছে আগামী মার্চ মাস পর্যন্ত চলতি ব্যবসায়িক বছরের তাদের নিট মুনাফা ৫.২ শতাংশ বৃদ্ধি পেয়ে ২.৫৮ ট্রিলিয়ন ইয়েন হবে।পাশাপাশি বিক্রয় ২.৩ শতাংশ বেড়ে ৩৮ ট্রিলিয়ন ইয়েন হবে।

কোম্পানিটি জানায়,সেমিকন্ডাক্টরের ঘাটতির হ্রাসের প্রভাব কমিয়ে আনতে সক্ষম হওয়ায় তারা টয়োটা এবং লেক্সাস ব্র্যান্ডের জন্য ১০.১ মিলিয়ন গাড়ি তৈরি করার লক্ষ্য রাখছে যা এক বছর আগে ৯.১৩ মিলিয়ন থেকে বেশি।  

আর সি