
ছবি:দ্যা মাইনিচি
২০২২ অর্থবছরে হোন্ডা মোটর কর্পোরেশনের নিট মুনাফা ১.৭ শতাংশ কমে ৬৯৫.২৭বিলিয়ন ইয়েন ($৫.২ বিলিয়ন) হয়েছে।আজ বৃহস্পতিবার হোন্ডা মোটর কর্পোরেশন জানায় তাদের নিট মুনাফা ২০২১ সালের থেকে ২০২২ সালের অর্থবছরে ১.৭ শতাংশ কমে ৬৯৫.২৭বিলিয়ন ইয়েন ($৫.২ বিলিয়ন) হয়েছে।উপাদান ব্যয় বৃদ্ধিসহ নিয়ন্ত্রণের খরচের কারনে তাদের নিট মুনাফার পতন বলে জানায় কোম্পানিটি।
হোন্ডা মোটর কর্পোরেশন আশা করছে ২০২৪ সালের মার্চ মাস পর্যন্ত চলতি ব্যবসায়িক বছরে নিট মুনাফা ১৫.১ শতাংশ বৃদ্ধি হয়ে ৮০০ বিলিয়ন ইয়েনে হবে।
সদ্য শেষ হওয়া ব্যবসায়িক বছরে হোন্ডা তাদের নিট মুনাফা ১৬.৯১ ট্রিলিয়ন ইয়েনে দাঁড়িয়েছে।বিশ্বব্যাপী বিক্রয়ে এক বছর আগের থেকে ৩.৭ শতাংশ কমে ৮৩৯.৪০ বিলিয়ন ইয়েনে দাঁড়িয়েছে যা এক বছর আগের থেকে ১৬.২ শতাংশ বেশি।
আর সি