- রোববার ১১ মে ২০২৫

| বৈশাখ ২৮ ১৪৩২ -

Tokyo Bangla News || টোকিও বাংলা নিউজ

ব্যাঙ্কের ঝুঁকিসহ সাপ্লাই চেইন তৈরির উপায় নিয়ে আলোচনায় জি-৭ অর্থমন্ত্রীরা

টিবিএন ডেস্ক

প্রকাশিত: ১৩:৪২, ১২ মে ২০২৩

ব্যাঙ্কের ঝুঁকিসহ সাপ্লাই চেইন তৈরির উপায় নিয়ে আলোচনায় জি-৭ অর্থমন্ত্রীরা

ছবি:কিয়োদো নিউজ

আজ শুক্রবার জি-৭ এর সাতটি দেশের অর্থমন্ত্রী বার্তা অ্যাপস এবং অনলাইন ব্যাঙ্কিংয়ের ব্যাপক ব্যবহারের কারণে সৃষ্ট আর্থিক স্থিতিশীলতা রক্ষা করার উপায় এবং চীনের আধিপত্যের মধ্যে স্থিতিস্থাপক সরবরাহ চেইন তৈরি করার উপায় নিয়ে আলোচনা বৈঠকে বসবেন।

শনিবার বৈঠকের দ্বিতীয় দিনে, জি-৭ এর অর্থমন্ত্রী এবং কেন্দ্রীয় ব্যাংকের গভর্নররাও জলবায়ু পরিবর্তন নিয়ে আলোচনা করবেন।এছাড়া ব্রাজিল, ভারত এবং দক্ষিণ কোরিয়ার মতো ছয়টি দেশের সাথে ফিনান্স ট্র্যাকের জন্য আলোচনা করবেন সাতটি দেশের অর্থমন্ত্রীরা।

জি-৭ এর চেয়ার হিসাবে জাপান নিম্ন এবং মধ্য-আয়ের দেশগুলির সাথে একটি "পারস্পরিক উপকারী" অংশীদারিত্ব চালু করার জন্য একটি সুস্পষ্ট সময়সূচী নির্ধারণের লক্ষ্যে রয়েছে যাতে ডিকার্বনাইজেশনের জন্য গুরুত্বপূর্ণ পণ্যগুলির জন্য শক্তিশালী সরবরাহ চেইন তৈরি করা যায়।

অর্থমন্ত্রীদের আলোচনা আগামী সপ্তাহে হিরোশিমায় তাদের নেতাদের শীর্ষ সম্মেলনের ভিত্তি স্থাপন করবে।এছাড়া শীর্ষ সম্মেলনে তারা ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়ার যুদ্ধ এবং চীনের দৃঢ়তার বিরুদ্ধে দৃঢ় অবস্থান নেবে বলে আশা করা হচ্ছে।

উল্লেখ্য,জাপান এবং মার্কিন যুক্তরাষ্ট্র ছাড়াও জি-৭ এর মধ্যে রয়েছে ব্রিটেন, কানাডা, ফ্রান্স, জার্মানি এবং ইতালি এবং ইউরোপীয় ইউনিয়ন। 
 

আর সি