- রোববার ১১ মে ২০২৫

| বৈশাখ ২৮ ১৪৩২ -

Tokyo Bangla News || টোকিও বাংলা নিউজ

২ বছরের মধ্যে প্রথমবারের মতো কমেছে আমদানি ব্যয়

২০২২ সালের তুলনায় এপ্রিলে ৫.৮ শতাংশ বেড়েছে পাইকারি পণ্যের দাম

টিবিএন ডেস্ক

প্রকাশিত: ১২:২৬, ১৫ মে ২০২৩

২০২২ সালের তুলনায় এপ্রিলে ৫.৮ শতাংশ বেড়েছে পাইকারি পণ্যের দাম

ছবি:কিয়োদো নিউজ

২০২২ সালের তুলনায় এপ্রিল মাসে জাপানের পাইকারি পণ্যের দাম বেড়েছে ৫.৮ শতাংশ।এছাড়া দুই বছরের মধ্যে প্রথমবারের মতো কমেছে আমদানি ব্যয়।আজ সোমবার ব্যাংক অফ জাপান এই তথ্য জানিয়েছে।

ব্যাংক অফ জাপান জানায়,সরকারি প্রচেষ্টায় জ্বালানি খরচ কমিয়ে আনতে কিছুটা চাপ সৃষ্টি করেছে।সরকারি ভর্তুকি না থাকলে পাইকারি দাম ৬.৫ শতাংশ বৃদ্ধি পেত বলে জানায় ব্যাংক অফ জাপান।

মার্কিন ডলারের বিপরীতে ইয়েনের দাম সর্বনিম্ন হওয়ার প্রভাবের মধ্যে আমদানি মূল্য ২.৯ শতাংশ কমেছে পাশাপাশি রপ্তানি মূল্য বেড়েছে ১.৮ শতাংশ।২০২১ সালের ফেব্রুয়ারি থেকে প্রথমবারের মতো নিচে নেমেছে আমদানি মূল্য।

ব্যাংক অফ জাপান আরও জানায়,বিদ্যুৎ, সিটি গ্যাস এবং পানির বিল এক বছরের আগের তুলনায় ২৫.৮ শতাংশ বেড়েছে।লোহা ও ইস্পাতের দাম ১০.৯ শতাংশ বেড়েছে।খাদ্যের দাম ৭.০ শতাংশ বেড়েছে।এছাড়া গত বছর মার্কিন ডলারের বিপরীতে ইয়েনের দাম সর্বনিম্ন হওয়ায় কারনে আমদানি খরচ বাড়িয়েছে জাপানি কোম্পানিগুলো।পাশাপাশি পেট্রোলিয়াম এবং কয়লার দাম কমেছে ৬.৬ শতাংশ।কাঠ ও কাঠের পণ্যের দাম ১৭.৯ শতাংশ কমেছে।  

আর সি