
ছবি:দ্যা মাইনিচি
জাপানি অংশীদারিত্বে নির্মিত অফশোর উইন্ড ফার্ম উদ্বোধন করলো তাইওয়ান।২০৫০ সালের মধ্যে কার্বন নিরপেক্ষতা অর্জনের লক্ষ্যে জাপানি অংশীদারিত্বের সাথে নির্মিত একটি বড় অফশোর উইন্ড ফার্ম উদ্বোধন করেছেন তাইওয়ানের প্রেসিডেন্ট সাই ইং-ওয়েন।১৬ মে তাইওয়ানের মিয়াওলি উপকূলে একটি নতুন অফশোর উইন্ড ফার্ম চালু করেছে দেশটির সরকার।উদ্বোধনি অনুষ্ঠানে প্রেসিডেন্ট সাই ইং-ওয়েনসহ উপস্থিত ছিলেন অর্থনীতি মন্ত্রী ওয়াং মেই-হুয়া এবং শীর্ষ সরকারি কর্মকর্তারা।
টোকিও ইলেকট্রিক পাওয়ার কোম্পানী হোল্ডিংস ইনকর্পোরেটেড এবং চুবু ইলেকট্রিক পাওয়ার কোম্পানীসহ জাপানী শক্তি কোম্পানি জেরা কোম্পানী এই প্রকল্পে ৪৯ শতাংশ অংশীদারিত্বের অধিকারী।
উদ্বোধনি অনুষ্ঠানে প্রেসিডেন্ট সাই ইং-ওয়েন বলেন,রপ্তানি ভিত্তিক অর্থনীতি হিসেবে তাইওয়ানের সবুজ শক্তির চাহিদা কেবল বাড়তে থাকবে।এছাড়া তাইওয়ানের শিল্প শক্তি ধরে রাখতে সবুজ বিদ্যুতের ভূমিকার ওপর জোর দেন তিনি।TSMC সহ পঁচিশটি দেশীয় কোম্পানি RE100 জোটে যোগ দিয়েছে।এই কোম্পানিগুলোর সম্মিলিত টার্নওভার NT$5 ট্রিলিয়ন। তাইওয়ানের শিল্পের মূল অবস্থান বজায় রাখার জন্য সবুজ বিদ্যুতের ক্রমাগত বিকাশ অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে জানান প্রেসিডেন্ট।
জেরা গ্লোবাল সিইও ইউকিও কানি বলেন,তার কোম্পানি ২০৫০ সালের মধ্যে নেট-জিরো কার্বন ডাই অক্সাইড নির্গমন অর্জনের জন্য প্রতিশ্রুতিবদ্ধ।এছাড়া অন্যান্য স্টেকহোল্ডারদের মধ্যে স্থানীয় সম্প্রদায়ের বোঝার জন্য অংশীদার এবং স্থানীয় সরকারগুলির সাথে কাজ করার অঙ্গীকার করেছে তার কোম্পানি।তিনি আরও বলেন,আমরা এই গুরুত্বপূর্ণ, সহযোগিতামূলক সম্পর্ককে সামনের দিকে আরও প্রসারিত করার অপেক্ষায় আছি।
তাইওয়ানের অর্থনীতি মন্ত্রী ওয়াং মেই-হুয়া বলেন,আমাদের স্বপ্ন সত্যি হচ্ছে। আমরা একে একে বায়ু খামার তৈরি করছি এবং এটি তাইওয়ানের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।তাইওয়ানকে আন্তর্জাতিকভাবে প্রতিযোগিতা করার জন্য, আমাদের শিল্পগুলিকে আরও আন্তর্জাতিক হতে হবে।তাছাড়া আমরা যে বিদ্যুৎ ব্যবহার করি তা অবশ্যই নবায়নযোগ্য উৎস থেকে আসতে হবে বলে জানান তিনি।
অর্থনীতি মন্ত্রী ওয়াং মেই-হুয়া বলেন,নতুন উইন্ড ফার্মটি মিয়াওলি কাউন্টির ঝুনান উপকূল থেকে ৪ থেকে ১০ কিলোমিটার দূরে অবস্থিত। এটিতে ৩৭৬ মেগাওয়াটের সম্মিলিত ক্ষমতাসহ ৪৭ টি টারবাইন রয়েছে।এটি বছরে প্রায় ৩৮০,০০০ পরিবারকে বিদ্যুৎ সরবরাহ করতে যথেষ্ট পাশাপাশি ৭০০,০০ টন কার্বন নিঃসরণ কমিয়ে দেবে।
আর সি