
ছবি:কিয়োদো নিউজ
জুন থেকে ক্রিপ্টো অ্যান্টি-মানি লন্ডারিং ব্যবস্থা কার্যকর করার সিদ্ধান্ত নিয়েছে জাপান সরকার।আজ মঙ্গলবার জাপানের মন্ত্রিসভা জানায় জুন মাসের ১ তারিখ থেকে ক্রিপ্টোকারেন্সি সম্পদের লেনদেনগুলি ট্রেস করার জন্য কঠোর অ্যান্টি-মানি লন্ডারিং ব্যবস্থা কার্যকর করা হবে।
আন্তর্জাতিক মান নির্ধারণকারী আর্থিক নজরদারি সংস্থা ফিনান্সিয়াল অ্যাকশন টাস্ক ফোর্স কর্তৃক অর্থ পাচার বিরোধী পদক্ষেপগুলি অপর্যাপ্ত বলে বিবেচিত হওয়ার পরে ডিসেম্বরে প্রাসঙ্গিক আইনগুলি সংশোধন করেছে জাপান।নতুন কাঠামোর একটি মূল বৈশিষ্ট্য হল তথাকথিত ভ্রমণ নিয়ম কার্যকর করা যাতে অপরাধমূলক আয়ের উপর নজর রাখা যায়।
পাশাপাশি দেশের ক্রিপ্টো শিল্পের নিয়ন্ত্রণ কঠোর করেছে সরকার।এছাড়া আর্থিক পরিষেবা সংস্থা (FSA) দ্বারা ক্রিপ্টো ট্রেডিং প্ল্যাটফর্মগুলির পর্যালোচনাসহ নিবন্ধনের প্রয়োজন এবং ক্রিপ্টো উপার্জনের উপর সর্বোচ্চ কর আরোপ করেছে জাপান।
উল্লেখ্য,মানি লন্ডারিং বা বিদেশে অর্থ পাচার যেকোনো দেশের জন্যই একটি গুরুত্বপূর্ণ সমস্যা।দেশের ক্রমবর্ধমান অর্থনৈতিক উন্নয়নে বিদেশে অর্থ পাচার এক বিরাট বাধা হিসেবে বিবেচিত হয়। দেশে অর্থ পাচার নিরোধ বা বন্ধের জন্য মানি লন্ডারিং প্রতিরোধ ব্যবস্থা কার্যকর ব্যবস্থা করার সিদ্ধান্ত নিয়েছে জাপান সরকার।
আর সি