
ছবি:কিয়োদো নিউজ
জাপানের উত্তর প্রধান দ্বীপ হোক্কাইডোতে নিলামে একজোড়া তরমুজ ৩.৫ মিলিয়ন ইয়েনে ($ ২৫,০০০) বিক্রি হয়েছে।আজ বৃহস্পতিবার হোক্কাইডোর এক পাইকারি বাজারে এই নিলাম অনুষ্ঠিত হয়।
স্থানীয় কৃষি অর্থনীতি ফেডারেশন জানায়,আজ বৃহস্পতিবার নয়টি খামারের ২৬২টি তরমুজ নিলামে তুলেছে তারা।ইউবারি শহরে তরমুজের দাম ২০২২ সালের থেকে ৫০০,০০০ ইয়েন বেড়েছে।এরআগে ২০১৯ সালে তরমুজের দাম ৫ মিলিয়ন ইয়েনের চেয়ে কম ছিল।জুনের শেষ থেকে জুলাই মাস পর্যন্ত এ তরমুজ পাওয়া যায়।এবারের নিলামে হোকুয়ুপ্যাক কোম্পানি সফল দরদাতা ছিল বলে জানায় স্থানীয় কৃষি অর্থনীতি ফেডারেশন।
ইউবারি কৃষি অর্থনীতি ফেডারেশন আরও জানায়,এই বছর প্রায় ১.৯৩ বিলিয়ন ইয়েন মূল্যের মোট ৩,২৫৮ টন তরমুজ হবে বলে আশা করা হচ্ছে।
হোকুয়ুপ্যাক কোম্পানি জানায়,৩ এবং ৪ জুন স্থানীয় কৃষকদের বাজারে বিনামূল্যে তাদের কেনা তরমুজের টুকরো বিতরণ করবে।
আর সি