- রোববার ১১ মে ২০২৫

| বৈশাখ ২৭ ১৪৩২ -

Tokyo Bangla News || টোকিও বাংলা নিউজ

সেমিকন্ডাক্টর সহযোগিতা বাড়াতে সম্মত জাপান-মার্কিন শিল্প প্রধানরা

টিবিএন ডেস্ক

প্রকাশিত: ১২:৫৯, ২৭ মে ২০২৩

সেমিকন্ডাক্টর সহযোগিতা বাড়াতে সম্মত জাপান-মার্কিন শিল্প প্রধানরা

ছবি:কিয়োদো নিউজ

সেমিকন্ডাক্টর সহযোগিতা বাড়াতে সম্মত হয়েছে জাপান-মার্কিন শিল্প প্রধানরা।আজ শনিবার জাপানের অর্থনীতি, বাণিজ্য ও শিল্প মন্ত্রনালয় জানায়, শুক্রবার জাপানের শিল্পমন্ত্রী ইয়াসুতোশি নিশিমুরা এবং তার মার্কিন শিল্পমন্ত্রী জিনা রাইমন্ডো পরবর্তী প্রজন্মের সেমিকন্ডাক্টরগুলির উন্নয়নে সহযোগিতা বাড়াতে সম্মত হয়েছেন।

জাপানের অর্থনীতি, বাণিজ্য ও শিল্প মন্ত্রনালয় জানায়, দ্বিপক্ষীয় বৈঠকের সময়, নিশিমুরা এবং জিনা রাইমন্ডো অন্যান্য অংশীদারদের সাথে বিশ্বব্যাপী সরবরাহ চেইনকে শক্তিশালী করার প্রয়োজনীয়তা এবং ইন্দো-প্যাসিফিক ইকোনমিক ফ্রেমওয়ার্কের মতো বহুপাক্ষিক যোগদানের মাধ্যমে নিশ্চিত করেছে।এরআগে ইন্দো-প্যাসিফিক অঞ্চলের ১৪টি দেশকে নিয়ে ২০২২ সালে ইউএস-নেতৃত্বাধীন একটি অর্থনৈতিক উদ্যোগ চালু করা হয়েছিল।

জাপানের অর্থনীতি, বাণিজ্য ও শিল্প মন্ত্রী এবং মার্কিন বাণিজ্য সচিব দ্বারা প্রকাশিত একটি যৌথ বিবৃতিতে জানায়,তারা চিপগুলির সাথে যুক্ত প্রযুক্তি এবং মানব সম্পদের উন্নয়নের জন্য একটি রোড ম্যাপ তৈরিতে দুই দেশের সেমিকন্ডাক্টর গবেষণা কেন্দ্রগুলিকে একসাথে কাজ করতে উত্সাহিত করবে।

এছাড়া একটি সংবাদ সম্মেলনে নিশিমুরা বলেন,আমরা ভবিষ্যতের প্রযুক্তি উন্নয়নসহ জাপান-মার্কিন সহযোগিতা ত্বরান্বিত করতে চাই।

বিবৃতিতে বলা হয়েছে,সহযোগিতার ক্ষেত্রগুলির মধ্যে কৃত্রিম বুদ্ধিমত্তা, সাইবার নিরাপত্তা এবং জৈব-সম্পর্কিত এবং কোয়ান্টাম প্রযুক্তি অন্তর্ভুক্ত রয়েছে।

জাপানের শিল্প মন্ত্রনালয় জানায়,মার্কিন শহরে এশিয়া-প্যাসিফিক ইকোনমিক কো-অপারেশন ফোরামের মন্ত্রী পর্যায়ের বৈঠকের শেষে  নিশিমুরা এবং জিনা রাইমন্ডোর এক আলোচনায়, দুই নেতা যত তাড়াতাড়ি সম্ভব দ্বিতীয় "টু-প্লাস-টু" অর্থনৈতিক সংলাপ" করতে সম্মত হয়েছেন।

এরআগে ২০২২ সালের জুলাই মাসে ইন্দো-প্যাসিফিক অঞ্চলের ১৪টি দেশগুলোর পররাষ্ট্র ও অর্থনৈতিক মন্ত্রীদের একত্রিত করে উদ্বোধনী আলোচনায় বসে জাপান ও যুক্তরাষ্ট্র।

জাপান এবং মার্কিন যুক্তরাষ্ট্রের পাশাপাশি তাদের অংশীদাররা চীনের তথাকথিত অর্থনৈতিক নিরাপত্তা ঝুঁকির মুখে প্রধান শিল্প সামগ্রীগুলিকে আরও ভালভাবে সুরক্ষিত করতে সক্ষম করার জন্য একটি ব্যবস্থা তৈরি করার প্রচেষ্টা জোরদার করছে বলে জানায় জাপানের শিল্প মন্ত্রনালয়।

এছাড়া দ্বিপাক্ষিক বৈঠকের সময়, নিশিমুরা এবং রাইমন্ডো সম্মত হন জাপান এবং মার্কিন যুক্তরাষ্ট্র তাদের বিবৃতি অনুসারে, ভৌগলিকভাবে চিপ উৎপাদনে বৈচিত্র্য আনতে সহযোগিতা করবে।    


 

আর সি