- রোববার ১১ মে ২০২৫

| বৈশাখ ২৮ ১৪৩২ -

Tokyo Bangla News || টোকিও বাংলা নিউজ

ভাষা শহিদদের স্মরণে প্যারিসে প্রথম শহিদ মিনার নির্মাণ প্রকল্পের অনুমোদন

টোকিও বাংলা নিউজ ডেস্ক

প্রকাশিত: ২১:৫৮, ১২ মে ২০২২

ভাষা শহিদদের স্মরণে প্যারিসে প্রথম শহিদ মিনার নির্মাণ প্রকল্পের অনুমোদন

প্যারিস শহরের সেইন্ট ডেনিসে বাংলাদেশের ভাষা আন্দোলনে মহান শহিদদের স্মরণে একটি স্থায়ী শহিদ মিনার নির্মাণ প্রকল্পের অনুমোদন দিয়েছে স্থানীয় প্রশাসন।এর মাধ্যমে শহিদ মিনার নির্মাণের অনুমোদন পেয়ে ফ্রান্সে বসবাসকারী বাংলাদেশিদের দীর্ঘদিনের স্বপ্ন বাস্তবায়িত হতে যাচ্ছে । গত ১১ মে প্যারিসে এ বিষয়ে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। 

সেইন্ট ডেনিস ইউনিভার্সিটির সামনে বার্নার্ড মারি স্কয়ারে বাংলাদেশের ভাষা আন্দোলনে মহান শহিদদের স্মরণে এই স্মৃতিসৌধ স্থাপন করা হবে। এ ব্যাপারে যাবতীয় প্রশাসনিক কার্যকলাপ ও নকশা অনুমোদনের কাজ সম্পন্ন হয়েছে। বাংলাদেশের রাজধানী ঢাকায় স্থাপিত মূল শহিদ মিনারের আদলেই নির্মিত হবে এই স্মৃতিস্তম্ভ।

সংবাদ সম্মেলনে স্থানীয় সংগঠন ‘অ্যাসোসিয়েশন সিকুয়ানো বাঙ্গালী’র কর্ণধার সরুফ ছদিওল এই উদ্যোগ প্রসঙ্গে বলেন,''আমার জীবনের এই স্বপ্ন বাস্তবায়নের মাধ্যমে প্যারিসে বসবাসকারী বাংলাদেশিদের দাবি পূরণ হতে চলেছে। জাতির প্রতি, ভাষা আন্দোলনের শহিদদের প্রতি আমাদের দায়িত্ব পালন করলাম।''

অনুষ্ঠানে শহিদ মিনার নির্মাণের বিষয়টি ঘোষণা করার সময় প্যারিস শহিদ মিনার বাস্তবায়ন কমিটি’র প্রধান সমন্বয়ক কাজী এনায়েত উল্লাহ বলেন,''উদ্যোক্তা সরুফ ছদিওল এবং অর্থ সমন্বয়ক টি এম রেজাকে নিয়ে অতীতে যেভাবে কাজ করেছি, তারই ধারাবাহিকতায় কাজ করার মাধ্যমে আমরা যেন ২০২৩ সালের ২১ ফেব্রুয়ারি নতুন শহিদ মিনারে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস এবং আমাদের শহিদ দিবস পালন করতে পারি, সে ব্যাপারে প্যারিস তথা ফ্রান্সপ্রবাসী সমগ্র বাংলাদেশি ভাইবোনদের সক্রিয় সহযোগিতার আহ্বান জানাচ্ছি।''

সংবাদ সম্মেলনে প্যারিস শহিদ মিনার বাস্তবায়ন কমিটি’র সদস্য সালেহ আহমদ চৌধুরী, টি এম রেজা, শরিফ আল মমিন, সুব্রত শুভ, এমদাদুল হক স্বপন, তাপস রিপন বড়ুয়া, এম ডি নুর, নুরুল আমীন এবং কামাল মিয়া অনুষ্ঠানে বক্তৃতা দেন।  
 

আর সি