
দ্য ইকোনমিস্টের সহযোগী সংস্থা ইকোনমিস্ট ইন্টেলিজেন্স ইউনিট (ইআইইউ) বিশ্বের সবচেয়ে বাসযোগ্য শহরের তালিকা প্রকাশ করেছে।২০২৩ সালে তাদের এই জরিপে ১৭৩টি শহরের র্যাঙ্কিংয়ের জাপানের ওসাকার অবস্থান ১০ তম ও বাংলাদেশের রাজধানী ঢাকা শহরের অবস্থান ১৬৬ তম।আজ বৃহস্পতিবার এই তথ্য প্রকাশ করেছে ইকোনমিস্ট ইন্টেলিজেন্স ইউনিট (ইআইইউ)।বসবাসযোগ্য শহরের তালিকা করা হয় পাঁচটি দিক বিবেচনা করে।সেগুলো হলো স্থায়িত্ব, স্বাস্থ্য পরিচর্যা, সংস্কৃতি ও পরিবেশ, শিক্ষা ও অবকাঠামো।
চলতি বছরে বিশ্বের বাসযোগ্য শহরের তালিকার শীর্ষে আছে অস্ট্রিয়ার ভিয়েনা।এরপরে যথাক্রমে ডেনমার্কের কোপেনহেগেন, অস্ট্রেলিয়ার মেলবোর্ন, সিডনি, কানাডার ভ্যানকুভার, সুইজারল্যান্ডের জুরিখ। যৌথভাবে ৭ নম্বরে আছে কানাডার ক্যালগেরি ও সুইজারল্যান্ডের জেনেভা। ৯ নম্বরে কানাডার টরন্টো এবং যৌথভাবে ১০ নম্বরে রয়েছে জাপানের ওসাকা ও নিউজিল্যান্ডের অকল্যান্ড।
এর আগে ২০২২ সালের ইআইইউ'র বাসযোগ্য শহরের তালিকায় যৌথভাবে ১০ তম অবস্থানে ছিল জাপানের ওসাকা ও অস্ট্রেলিয়ার মেলবোর্ন শহর।
উল্লেখ্য,এই তালিকায় সবচেয়ে শেষের দিকে যুদ্ধবিধ্বস্ত দেশ সিরিয়া ও ইউক্রেনের শহরের সঙ্গে আছে ঢাকাও।তালিকার শেষের দিক থেকে যথাক্রমে আছে ক্যামেরুনের দৌয়ালা, ইউক্রেনের কিয়েভ, যৌথভাবে জিম্বাবুয়ের হারারে ও বাংলাদেশের ঢাকা,পাপুয়া নিউ গিনির পোর্ট মোর্সবি, পাকিস্তানের করাচি, নাইজেরিয়ার লাগোস,আলজেরিয়ার আলজিয়ার্স, লিবিয়ার ত্রিপোলি ও সিরিয়ার দামেস্ক।তালিকায় শেষের দিকে থাকা শহরগুলো বসবাসের জন্য একেবারেই অযোগ্য বলে মনে করা হয়।
আর সি