- রোববার ১১ মে ২০২৫

| বৈশাখ ২৮ ১৪৩২ -

Tokyo Bangla News || টোকিও বাংলা নিউজ

জাপানের কুরোবে বাঁধের বার্ষিক পানি নিষ্কাশন অনুষ্ঠান শুরু

টিবিএন ডেস্ক

প্রকাশিত: ১৫:৩৯, ২৬ জুন ২০২৩

জাপানের কুরোবে বাঁধের বার্ষিক পানি নিষ্কাশন অনুষ্ঠান শুরু

ছবি:কিয়োদো নিউজ

আজ সোমবার জাপানের কুরোবে বাঁধ থেকে বার্ষিক পানি নিষ্কাশন অনুষ্ঠান শুরু হয়েছে।মধ্য জাপানের তোয়ামা প্রিফেকচারের উত্তর আল্পসে অবস্থিত কুরোবে বাঁধ একটি জনপ্রিয় পর্যটন হটস্পট।

কুরোবে বাঁধের মোট জলাধারের ক্ষমতা প্রায় ২০০ মিলিয়ন টন।জাপানের যুদ্ধোত্তর অর্থনৈতিক উত্থানের সময় বিদ্যুতের চাহিদা বৃদ্ধির জন্য এটির নির্মাণ করা হয়েছিল।১৯৫৬ সালে শুরু হয়েছিল বাঁধটি নির্মাণ কাজ।আর বাঁধটি নির্মাণ করতে সময় লেগেছিল সাত বছর।

কুরোবে ড্যামের অপারেটর কানসাই ইলেকট্রিক পাওয়ার কোম্পানি জানায়,আজ ২৬ জুন থেকে ১৫ অক্টোবর পর্যন্ত চলবে পানি নিষ্কাশন।জাপানের সবচেয়ে উঁচু বাঁধ এটি।কুরোবে বাঁধের ১৮৬ মিটার প্রাচীরের মাঝখানে থেকে প্রতি সেকেন্ডে ১০ থেকে ১৫ টন পানি ছাড়া হবে।

কানসাই ইলেকট্রিক পাওয়ার কোম্পানি জানায়, গ্রীষ্মের সময় কুরোবে নদীর জলের স্তর নেমে যায়।তখন ল্যান্ডস্কেপ বজায় রাখার জন্য প্রথম পানি নিষ্কাশন অনুষ্ঠান শুরুটি  শুরু হয়েছিল।

সংস্থার একজন কর্মকর্তা বলেন,রৌদ্রোজ্জ্বল সকালে পানি নিষ্কাশনের সময় স্প্রে করা পানিতে রংধনু দেখার সম্ভাবনা বেড়ে যায়।

শিজুওকা প্রিফেকচারের ২৬ বছর বয়সী ইউটা মায়েদা বলেন,কুরোবে বাঁধের পানি নিষ্কাশনের প্রক্রিয়া "বিস্ময়কর"।আমি একটি রংধনু দেখতে পেয়েছি। আমি আনন্দিত যে আমার কাছে এমন একটা দুর্দান্ত ছবি থাকবে।
  

আর সি