- রোববার ১১ মে ২০২৫

| বৈশাখ ২৮ ১৪৩২ -

Tokyo Bangla News || টোকিও বাংলা নিউজ

করোনা সংক্রমণের নবম তরঙ্গের মুখে জাপান:ভাইরাস বিশেষজ্ঞ

টিবিএন ডেস্ক

প্রকাশিত: ১৬:৪০, ২৬ জুন ২০২৩

করোনা সংক্রমণের নবম তরঙ্গের মুখে জাপান:ভাইরাস বিশেষজ্ঞ

ছবি:কিয়োদো নিউজ

করোনা সংক্রমণের নবম তরঙ্গে প্রবেশ করেছে জাপান।করোনা ভাইরাসের আরেকটি ঢেউ আঘাত হানার আশংকা করছেন সরকারের শীর্ষ করোনভাইরাস উপদেষ্টা  শিগেরু ওমি।আজ সোমবার প্রধানমন্ত্রী ফুমিও কিশিদার সাথে সাম্প্রতিক দেশব্যাপী করোনা সংক্রমণের বৃদ্ধি নিয়ে আলোচনা করতে গিয়ে এই আশংকার কথা জানান শিগেরু ওমি।

শিগেরু ওমি প্রধানমন্ত্রী ফুমিও কিশিদার সাথে সাক্ষাত করার পর সাংবাদিকদের বলেন,সরকার করোনা প্রতিরোধ ব্যবস্থা সহজ করার পরে দেশব্যাপী  সংক্রমণের রোগীর সংখ্যা বৃদ্ধি পেয়েছে।সংক্রমণের মাত্রা বেড়ে গেলে স্বাস্থ্য ব্যবস্থা সেটি কতটা সামাল দিতে পারবে সেটি নিয়ে রয়েছে যথেষ্ট উদ্বেগ রয়েছে বলে জানান তিনি।

ওমি বলেন,সংক্রমণ বৃদ্ধির কারণ হলো করোনা প্রতিরোধ ব্যবস্থা সহজ করার পরে মানুষের অন্যদের সাথে ঘনিষ্ঠ যোগাযোগ বাড়ছে।এছাড়া তিনি করোনা সংক্রমণের থেকে দুর্বল বয়স্ক ব্যক্তিদের সুরক্ষার গুরুত্বের উপর জোর দিয়ে বলেন গুরুতর অসুস্থ ও উচ্চ ঝুঁকিতে থাকা লোকদের টিকা দেওয়া উচিত।

তিনি আরও বলেন,"আমি জানি না সংক্রামিত মানুষের সংখ্যা অষ্টম তরঙ্গকে ছাড়িয়ে যাবে কিনা, তবে আমাদের মৃত্যুর সংখ্যা হ্রাস এবং সামাজিক কার্যক্রমের ধারাবাহিকতা নিশ্চিত করার দিকে মনোনিবেশ করা উচিত।''    

আর সি