
ছবি:কিয়োদো নিউজ
২০১৭ সালের মার্চ মাসে তুষারধসে নিহত পাঁচজনের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দিয়েছে জাপানের উতসুনোমিয়া জেলা আদালত।আজ বুধবার আদালত তোচিগি প্রিফেকচারাল সরকার এবং একটি হাই স্কুল অ্যাথলেটিক ফেডারেশনকে ২৯০ মিলিয়ন ইয়েন ($২ মিলিয়ন) ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দিয়েছে।চার শিক্ষার্থী ও এক শিক্ষকের পরিবার ক্ষতিপূরণের মামলা করেছিল।
এরআগে ২০১৭ সালের ২৭ মার্চ নাসু শহরের একটি স্কি রিসোর্টের কাছে ৪০ জনেরও বেশি লোক তুষারধসে আটকা পড়ে।এরা সবাই পর্বতারোহণের প্রশিক্ষনের জন্য এসেছিল।সেসময় একটি উচ্চ বিদ্যালয়ের সাতজন ছাত্র এবং একজন শিক্ষক মারা যায়।
জানা গেছে,প্রিফেকচারাল সরকার তাদের অবহেলার কথা স্বীকার করেছে কিন্তু ক্ষতিপূরণের পরিমাণ নিয়ে প্রিফেকচারাল সরকার ও উতসুনোমিয়া জেলা আদালত বিতর্ক হয়েছে।
আরও জানা গেছে, তিনজন প্রশিক্ষকের মধ্যে একজন ঘটনার সময় সদর দফতরে ছিলেন এবং দুজন ছাত্রদের সাথে ছিলেন।সদর দফতরে থাকা প্রশিক্ষক স্বীকার করেছেন যে সঠিক সময়ে তুষারপাতের পূর্বাভাস দিতে পারেননি তারা।
উল্লেখ্য,প্রশিক্ষকদের বিরুদ্ধে ক্ষতিপূরণের মামলা খারিজ করা হয়েছে। প্রশিক্ষকদের গ্রেপ্তার করা ছাড়াই অভিযুক্ত করা হয়েছে এবং বর্তমানে পেশাগত অবহেলার জন্য আলাদাভাবে বিচার করা হচ্ছে।
আর সি