- রোববার ১১ মে ২০২৫

| বৈশাখ ২৮ ১৪৩২ -

Tokyo Bangla News || টোকিও বাংলা নিউজ

২০২১ সালে ট্রেনে হামলাকারি ব্যক্তির ১৯ বছরের কারাদণ্ড

টিবিএন ডেস্ক

প্রকাশিত: ১৮:০২, ১৪ জুলাই ২০২৩

২০২১ সালে ট্রেনে হামলাকারি ব্যক্তির ১৯ বছরের কারাদণ্ড

ছবি:কিয়োদো নিউজ

২০২১ সালে ট্রেনে হামলাকারি ব্যক্তির ১৯ বছরের কারাদণ্ডের আদেশ দিয়েছে  আদালত।আজ শুক্রবার টোকিও জেলা আদালত ১৯ বছরের কারাদণ্ডে দণ্ডিত করেছে ট্রেনে হামলাকারি ব্যক্তিকে।

আদালতের রায় অনুসারে,২০২১ সালে ৩৭ বছর বয়সী ইউসুকে সুশিমা রাত ৮:৩০ মিনিটে ওদাকিউ ইলেকট্রিক রেলওয়ে ট্রেনে যাত্রীদের উপর হামলা চালায়।হামলায় মোট ১০ জন যাত্রী আহত হয়েছিল।আহতদের মধ্যে ২০ বছর বয়সী মহিলা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী একজন ছিল।

আদালত আরও জানায় ,ট্রেনে থাকা সিকিউরিটি ক্যামেরায় ছাত্রীকে ছুরিকাঘাত করার ছবি ধরা পড়েছে।এছাড়া অন্য নয়জন যার মধ্যে নারী ও পুরুষ উভয়ই ছিল তারাও হামলাকারি সুশিমার ছুরিকাঘাতে আহত হয়েছিল বলে জানায় আদালত।এরপর সাজার পরোয়ানা দিয়ে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে আদালত।
 

আর সি