
ছবি:কিয়োদো নিউজ
উত্তর-পূর্ব জাপানে ভারী বর্ষণের কারণে মানুষকে ঘরবাড়ি ছেড়ে নিরাপদ আশ্রয়ে যাওয়ার আহ্বান জানিয়েছে সরকার।স্থানীয় কর্তৃপক্ষ জানায় প্রিফেকচারাল রাজধানী আকিতাতে একটি নদীর তীর ভেঙে যাওয়ার পরে আকিতার বাসিন্দাকে অবিলম্বে নিরাপদে যাওয়ার আহ্বান জানানো হয়েছে।
উদ্ধারকর্মীরা জানায়,ভূমিধসের পর শহরের একটি বাড়ির দুইজনকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
আকিতা শিনকানসেন লাইনের অপারেটর জানায়,ভারী বর্ষণ ও ভূমিধসের কারণে মরিওকা এবং আকিতা স্টেশনের মধ্যে বুলেট ট্রেন পরিষেবা স্থগিত করা হয়েছে।
স্থানীয় কর্তৃপক্ষ জানায়,তাইহেই নদীর পানি বেড়ে যাওয়ার কারনে শহর এবং গোজোমের আশেপাশের বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়ার সতর্কতা জারি করা হয়েছে।উদ্ধারকাজে ফায়ার সার্ভিসের কর্মীদের সহযোগিতা করতে সেনাবাহিনী ও পুলিশের সদস্যদেরও মোতায়েন করা হয়েছে।
আবহাওয়া সংস্থা,আকিতা প্রিফেকচারের ১০ টিরও বেশি পৌরসভার বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়ার সরিয়ে নেওয়ার আদেশ জারি করেছিল।এছাড়া নদীর পানি বেড়ে যাওয়ার কারনে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে আবহাওয়া সংস্থা।
জাপান আবহাওয়া সংস্থা জানায়,হাপ্পো এবং ওগা, উভয় প্রিফেকচারে আজ শনিবার সকাল ১০:৪০ টা থেকে ১২ ঘন্টার মধ্যে যথাক্রমে ১৯৬ মিলিমিটার এবং ১৬৭ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।হাপ্পোতে চলতি মাসে স্বাভাবিক মাসিক বৃষ্টিপাতের চেয়ে বেশি বলে জানায় আবহাওয়া সংস্থা।
আবহাওয়া সংস্থা আরও জানায়,আগামীকাল রবিবার পর্যন্ত উত্তর-পূর্বের তোহোকু অঞ্চলে বৃষ্টি দীর্ঘস্থায়ী হবে বলে আশঙ্কা করা হচ্ছে।এছাড়া রবিবার সকাল ৬ টা থেকে ২৪ ঘন্টার মধ্যে এই অঞ্চলে ২০০ মিমি পর্যন্ত বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া সংস্থা।
আর সি