- রোববার ১১ মে ২০২৫

| বৈশাখ ২৮ ১৪৩২ -

Tokyo Bangla News || টোকিও বাংলা নিউজ

১১৪ জন আফগানিকে শরণার্থীর স্বীকৃতি দিলো জাপান

টিবিএন ডেস্ক

প্রকাশিত: ১৮:৩২, ১৫ জুলাই ২০২৩

১১৪ জন আফগানিকে শরণার্থীর স্বীকৃতি দিলো জাপান

ছবি:দ্যা মাইনিচি

আফগানিস্তান থেকে আসা ১১৪ জন আফগানিকে একযোগে শরণার্থীর স্বীকৃতি দিয়েছে জাপান সরকার।১৪ জুলাই বিচার মন্ত্রী কেন সাইতো বলেন জাপান কর্তৃক একবারে শরণার্থী মর্যাদা দেওয়া সবচেয়ে বড় সংখ্যা এটি।

২০২১ সালে আফগান প্রশাসনের পতনের পর তালিবান নিয়ন্ত্রিত আফগানিস্তান থেকে এই ১১৪ জন দেশ ছেড়ে জাপানে পালিয়ে আসে।

জাপানি ইমিগ্রেশন সার্ভিসেস এজেন্সির জরিপ অনুসারে, শরণার্থী কনভেনশনের অধীনে  ২০২২ সালে ২০২ জনকে শরণার্থী হিসাবে স্বীকৃতি দেওয়া হয়েছিল।এরমধ্যে ১৪৭ জন বা মোট ৭০% এর বেশি ছিল আফগান এবং এরা বেশিরভাগই কাবুলে জাপানি দূতাবাসের স্থানীয় কর্মচারী ছিল।

ইমিগ্রেশন সার্ভিসেস এজেন্সির সূত্র থেকে জানায়,এবার ১১৪ নতুন  শরণার্থী মূলত জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সির স্থানীয় কর্মী এবং তাদের পরিবার।এরা শরণার্থী হিসাবে স্বীকৃত পেলে এদের বসবাসের একটি আইনি মর্যাদা দেওয়া।পাশাপাশি এদের স্থায়ী বসবাসের প্রয়োজনীয়তাগুলিও সহজ করা হবে বলে জানায় এজেন্সি।

গতকাল ১৪ জুলাই মন্ত্রিপরিষদ সভা-পরবর্তী সংবাদ সম্মেলনে বিচার মন্ত্রী কেন সাইতো ঘোষণা করেছেন, সুদানী সেনাবাহিনী এবং আধাসামরিক র‌্যাপিড সাপোর্ট ফোর্সের মধ্যে ক্রমাগত সংঘর্ষের কারণে উচ্ছেদিত সুদানী নাগরিকদের জাপানে থাকার অনুমতি দেওয়া হবে।

জাপানি ইমিগ্রেশন সার্ভিসেস এজেন্স আরও জানায়,জাপানের শরণার্থী মর্যাদা লাভের শর্তাবলীকে পশ্চিমের অন্যান্য দেশের তুলনায় অত্যন্ত কঠোর আখ্যায়িত করে যাওয়া অবস্থায় সর্বশেষ এই স্বীকৃতি প্রদান করা হয়েছে।এছাড়া বর্তমানে  জাপানে প্রায় ৪০০ সুদানী নাগরিক রয়েছে বলে জানায় ইমিগ্রেশন সার্ভিসেস এজেন্সি। 

আর সি