- শনিবার ২৭ জুলাই ২০২৪

| শ্রাবণ ১২ ১৪৩১ -

Tokyo Bangla News || টোকিও বাংলা নিউজ

তাইওয়ান সফরের উদ্দেশ্যে টোকিও ত্যাগ করলেন আবের স্ত্রী

টিবিএন ডেস্ক

প্রকাশিত: ২২:১১, ১৭ জুলাই ২০২৩

তাইওয়ান সফরের উদ্দেশ্যে টোকিও ত্যাগ করলেন আবের স্ত্রী

ছবি:দ্যা মাইনিচি

তাইওয়ান সফরের উদ্দেশ্যে টোকিও ত্যাগ করলেন জাপানের প্রাক্তন প্রধানমন্ত্রী শিনজো আবের স্ত্রী আকিয়ে আবে।জাপানের সরকারি কর্মকর্তারা জানান আজ সোমবার শিনজো আবের স্ত্রী তাইওয়ানে পৌঁছেছেন।এছাড়া নিহত প্রাক্তন প্রধানমন্ত্রীর দ্বারা প্রচারিত টোকিও-তাইপেই সম্পর্ককে আরও গভীর করার লক্ষ্যে চার দিনের সফর শুরু করেছেন তিনি।

তাইওয়ানে চার দিনের সফরকালে আকিয়ে আবে তাইওয়ানের প্রেসিডেন্ট সাই ​​ইং-ওয়েন এবং ভাইস প্রেসিডেন্ট লাই চিং-তে-এর সাথে বৈঠকে করার কথা রয়েছে বলে জানান সরকারি কর্মকর্তারা।

তাইপেইতে এক সংবাদ সম্মেলনে আকিয়ে আবে বলেন, "আমার স্বামী তাইওয়ানে আসতে চেয়েছিলেন, তাই এবার আমি তার পক্ষ থেকে তাইওয়ানে এসেছি।"

এছাড়া তিনি বলেন,তাইওয়ানের প্রতি বন্ধুত্বপূর্ণ দ্বিপাক্ষিক সম্পর্কের জন্য পরিচিত ছিলেন জাপানের প্রাক্তন প্রধানমন্ত্রী।

উল্লেখ্য,শিনজো আবে জাপানের সবচেয়ে দীর্ঘস্থায়ী প্রধানমন্ত্রী ছিলেন। স্বাস্থ্যগত কারণ দেখিয়ে ২০২০ সালে তিনি পদত্যাগ করেন।২০২২ সালে নির্বাচনী প্রচারণা চালানোর সময় হত্যাকাণ্ডের শিকার হন শিনজো আবে।অনুষ্ঠানে বক্তব্য দেয়ার সময় তাকে পেছন থেকে গুলি করা হয়

আর সি