- শনিবার ২৭ জুলাই ২০২৪

| শ্রাবণ ১২ ১৪৩১ -

Tokyo Bangla News || টোকিও বাংলা নিউজ

জাপানের দিকে ধেয়ে আসছে খানুন

টিবিএন ডেস্ক

প্রকাশিত: ১২:১৮, ১০ আগস্ট ২০২৩

জাপানের দিকে ধেয়ে আসছে খানুন

ছবি:এনএইচকে

প্রচণ্ড গ্রীষ্মমণ্ডলীয় ঝড় খানুন উত্তর দিক বরাবর অগ্রসর হতে থাকা অবস্থায় দক্ষিণ-পশ্চিমে যাত্রা করায় জাপানের কাগোশিমা জেলাকে তা ঝড়ের এলাকার ভেতরে নিয়ে এসেছে।

জাপানের আবহাওয়া এজেন্সি বলছে বুধবার বিকেল পাঁচটা নাগাদ ঝড় নাগাসাকির গোতো শহরের ৯০ কিলোমিটার দক্ষিণে অবস্থান করছিল।

খানুনের তুলনামূলক ধীর অগ্রসর একই এলাকার উপরে কয়েক দিন ধরে চলতে থাকা বৃষ্টি মেঘের বিচরণ ধরে রাখে। কর্তৃপক্ষ মিয়াযাকি ও কাগোশিমা জেলার অংশ বিশেষের জন্য কাদার ধ্বসের সতর্কতা জারী করেছে। তারা বলছে মিয়াযাকি জেলার কয়েকটি নদী বন্যার চরম ঝুঁকির মুখে আছে।
ঝড়টি কিউশুর পশ্চিমে সাগরের উপর উত্তর দিকে অগ্রসর হবে এবং বৃহস্পতিবার সকালে ৎসুশিমা প্রণালীতে পৌঁছাবে বলে ধারণা করা হচ্ছে।

রেকর্ড পরিমান বর্ষন শুক্রবার পর্যন্ত পশ্চিম ও পূর্ব জাপানের প্রশান্ত মহাসাগরের দিকে আঘাত হানতে পারে।
কিউশু ও শিকোকুতে বৃহস্পতিবার পর্যন্ত প্রচণ্ড বাতাস অব্যাহত থাকা প্রত্যাশা করা হচ্ছে।

আবহাওয়া কর্মকর্তারা ভূমিধ্বস, নিচু এলাকাগুলোতে বন্যা, নদীর উপচে পড়া, প্রচণ্ড বাতাস ও উঁচু ঢেউ নিয়ে সতর্ক করে দিচ্ছেন। (এনএইচকে)

টিবিএন ডেস্ক