- মঙ্গলবার ২১ অক্টোবর ২০২৫

| কার্তিক ৫ ১৪৩২ -

Tokyo Bangla News || টোকিও বাংলা নিউজ

জাপানী সুশি রান্নার সহজ রেসিপি

টোকিও বাংলা নিউজ

প্রকাশিত: ১৩:৩৯, ৩ নভেম্বর ২০২১

জাপানী সুশি রান্নার সহজ রেসিপি


সুশি একটি জাপানী খাবার।সুশির এর স্বাদ ও জনপ্রিয়তার কারণে এটি শুধু জাপানেই নয় বরং বিভিন্ন দেশের জাপানিজ ফুড কর্নারগুলোতেও সহজলভ্য বর্তমানে। বর্তমানে শুধু জাপানীদের মাঝেই নয় বরং বিশ্বব্যাপী এর কদর বাড়ছে। সম্প্রতি জাপানে বেড়াতে আসা ১৫০০০ পর্যটকের উপর করা এক জরিপে দেখা গেছে, পর্যটকদের প্রতি ১০ জনের মধ্যে ৪জনই সুশির স্বাদ নিচ্ছেন।চাল, ভিনেগার আর সামুদ্রিক মাছ দিয়ে তৈরি সুশি ছোট ছোট বিস্কুটের আকারে পরিবেশন করা হয়। একে জাপানের জনপ্রিয়তম ফাস্ট ফুডও বলা যায় এক বাক্যে। কেবল জাপানে নয়, আমাদের দেশেও ক্রমশ বাড়ছে সুশির কদর। এখন ঢাকায় অনেক রেস্তরাঁতেই কিনতে মেলে এই খাবার।

ঘরেই রান্না করুন সুশিঃ
পর্যটকদের এতো আগ্রহ দেখে নিশ্চয়ই আপনারও জিভে জল চলে এসেছে! কিন্তু সুশি খাবার জন্যে জাপানে যাবার ঝক্কি কে পোহাতে যায়। প্রয়োজন নেই পাঁচতারা রেস্তরাঁতেও যাবার। আপনার জন্যে রইলো খুব সহজে ঘরে বসেই সুশি রান্নার সহজ রেসিপি।

উপকরণঃ ১) মাছ, ঝিনুক বা অন্য কোন টপিং। চলতে মাছে চিংড়ি, মাংস সহ আপনার পছন্দের যে কোনো কিছু। ২) সুশির ভাত রান্না করার জন্যে ছোট দানার আতপ চাল। ৩) লবনবিহীন শুকনো সামুদ্রিক শৈবালের লেয়ার (সুশি তৈরির জন্যে এটি বিশেষভাবে প্রস্তত অবস্থায়ই বাজারে কিনতে পাওয়া যায়) ৪) চিনি ৫) লবন ৬) সয়া সস ৭) ভিনেগার (প্রতিটি উপাদান আপনি ভালো কোনো সুপারশপে পাবেন) প্রণালীঃ ১) দুই ধরনের সবজি বাছাই করুন (শসা ও গাজর হতে পারে) এবং এক ধরনের মাছ/মাংস। সামুদ্রিক মাছ, গলদা চিংড়ি বা তাৎক্ষণিকভাবে প্রয়োজন হলে রান্না করা মাংস/কাঁকড়াও ব্যবহার করতে পারেন। ২) আতপ চাল ঠান্ডা পানি দিয়ে বার বার ধুয়ে নিন যতক্ষন না চাল ধোয়া পানি সম্পূর্ন পরিস্কার হচ্ছে। তারপর চাল সেদ্ধ করে ফেলুন। প্রথমে ঢাকনা না দিয়ে ২ কাপ চালের সাথে ২ কাপ পানি দিয়ে উচ্চ তাপে চুলায় চড়িয়ে দিন। যখন এটি সেদ্ধ হতে শুরু করবে চুলার আঁচ একেবারেই কমিয়ে দিয়ে ঢাকনা দিন। ১৫ মিনিট এভাবে সেদ্ধ করার পর চুলা থেকে নামিয়ে ১০ মিনিট সাধারন তাপমাত্রায় রেখে দিন। ভাতটা একদমই আঠালো ধরনের হবে। ৩) শসাগুলোকে চপিং বোর্ডে নিয়ে চিকন ও লম্বা করে কাটুন। চিংড়ি/কাঁকড়া ইত্যাদি ব্যবহার করতে চাইলে সিদ্ধ করে খোলস থেকে ছাড়িয়ে নিন। মাংস ব্যবহার করতে চাইলে পাতলা স্লাইস করে সিদ্ধ করুন বা আপনার পছন্দমতন মশলা মাখিয়ে ভেজে নিন। মাছকেও একই উপায়ে প্রস্তত করতে পারেন। জাপানীরা কাঁচা ও সেদ্ধ, উভয় প্রকারেই মাছ খেয়ে থাকে। ৪) এবার ছোট একটি বাটিতে ২ টেবিল চামচ ভিনেগার, ২ টেবিল চামচ চিনি, ১ টেবিল চামচ সয়াসস ও ১ টেবিল চামচ লবন মিশিয়ে হাল্কা গরম করে নিন।

৫) একটি কাঠের বা কাঁচের পাত্রে ভাত নিয়ে এই মিশ্রনটি ভালোভাবে নেড়ে চেড়ে মেশান। যাতে প্রতিটি ভাতে মিশ্রনটি লাগে। হয়ে গেল আপনার সুশি রাইস। একে রুম তাপমাত্রায় রেখে বাকি কাজ করুন। ৬)একটি বাঁশের ছোট্ট ম্যাটের ওপর শুকনো শৈবালের লেয়ারটি রাখুন। এবার এর ওপর ভাত বেশ পুরু করে ছড়িয়ে দিন, রুটিতে মাখন মাখাবার মতন করে। খেয়াল রাখবেন যাতে কোন ফাঁকা জায়গা না থাকে। এবার ভাতের উপর কয়েকটি গাজর/শসা/অন্যান্য সবজির টুকরো দিন ও তার মাঝখানে দিন কাঁকড়ার টপিং। ৭) এবারে বাঁশের ম্যাটটি সাবধানে রোলের মত করে মুড়ে নিন। মোড়াবার সময় চেপে চেপে মোড়াতে হবে। একটু মোড়াবেন, বাঁশের ম্যাটটি সরিয়ে নিবেন। তারপর আবার মোড়াবেন, যাতে এর ভেতরে ভাতটা টিউবের মত মুড়ে গিয়ে সবজি ও কাঁকড়ার টুকরোগুলো ঠিক মাঝে থাকে। মোড়ানো হয়ে গেলে দেখবেন বেশ সুন্দর একটা টিউবের আকার পেয়েছে। ৮) সুশি রোলটিকে ছোট ছোট টুকরোয় কাটার সময় অবশ্যই ধারালো ছুরি ও চপিং বোর্ড ব্যবহার করবেন। কারন, আপনার কাটার কৌশল ও দক্ষতার উপরেই এর পরিবেশনের সৌন্দর্য নির্ভর করবে, এবং সব চেয়ে বড় কথা এই রোল থেকে উপাদানগুলো যাতে ভেঙ্গে ছড়িয়ে না পড়ে সেদিকে খেয়াল রাখবেন। ৯) সুশির টপিং হিশাবে যেমন ডিম ব্যবহার করতে পারেন, তেমনই বাইরের লেয়ারে যদি সামুদ্রিক শৈবাল ব্যবহার করতে না চান, তাহলেও পাতলা করে ভাজা ডিম ব্যবহার করে সুশি তৈরি করা যেতে পারে। সেটাও সুশির আরেক রকম প্রকার। ব্যস। হয়ে গেল আপনার ঘরেই বিখ্যাত জাপানিজ খাবার সুশি! পরিবেশনের সময় উপরে দিতে পারেন একটু সস/ জাপানী মেয়নেজ/ ফিস সস। আর পাশে রেখে দিতে পারেন সুন্দর করে কাটা টমেটো, লেবু ও দু একটি লেটুস পাতা। আর দেরী কেন? রান্না করে ফেলুন চটজলদি আর প্রশংসা জিতে নিন সবার!

আর সি