- রোববার ১১ মে ২০২৫

| বৈশাখ ২৮ ১৪৩২ -

Tokyo Bangla News || টোকিও বাংলা নিউজ

দীর্ঘ চার বছর পর পুনরায় পারস্পরিক সফর শুরু করবে জাপান-চীন

টিবিএন ডেস্ক

প্রকাশিত: ২১:১৭, ৩০ মে ২০২৩

দীর্ঘ চার বছর পর পুনরায় পারস্পরিক সফর শুরু করবে জাপান-চীন

ছবি:দ্যা মাইনিচি

দীর্ঘ চার বছর পর পুনরায় পারস্পরিক সফর শুরু করবে জাপান ও চীনের প্রতিরক্ষা কর্মকর্তারা।আজ মঙ্গলবার জাপান-চীন মৈত্রী সংগঠন একজন কর্মকর্তা বলেন এই বছরের শেষের দিকে দুই দেশের ঊর্ধ্বতন প্রতিরক্ষা কর্মকর্তারা পারস্পরিক সফর পুনরায় শুরু করবে বলে আশা করা যাচ্ছে।চার বছরের মধ্যে এইটিি  হতে পারে প্রথম পারস্পরিক সফর।

বেসরকারী সাসাকাওয়া জাপান-চীন মৈত্রী সংগঠন জানায়,আত্মরক্ষা বাহিনী এবং পিপলস লিবারেশন আর্মির মধ্যে পারস্পরিক পরিদর্শনের পুনঃসূচনা, আত্মবিশ্বাস তৈরি করা এবং অপ্রত্যাশিত পরিস্থিতি রোধ করার লক্ষ্যে পারস্পরিক এ সফরের আয়োজন করা হচ্ছে। 

জাপান-চীন মৈত্রী সংগঠন জানায়,প্রায় ১০ জন উচ্চ-পদস্থ  জাপানি সেলফ-ডিফেন্স ফোর্সের( SDF) সদস্য জুলাই মাসে চীন সফর করবে এবং পিপলস লিবারেশন আর্মির (PLA) সদস্যরা জুলাই মাসের প্রথম দিকে জাপানে আসবে।

২০০১ সালে প্রোগ্রাম শুরু হওয়ার পর থেকে জাপানি সেলফ-ডিফেন্স ফোর্সের( SDF) ১৩ বার চীন সফর করেছে এবং পিপলস লিবারেশন আর্মির (PLA) ২০১৯ সালে সর্বশেষ এক্সচেঞ্জসহ ১২ বার জাপান সফর করেছে বলে জানায় জাপান-চীন মৈত্রী সংগঠন।

টোকিওতে এক সংবাদ সম্মেলনে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের অনারারি চেয়ার ইয়োহেই সাসাকাওয়া বলেন,টোকিও-নিয়ন্ত্রিত, পূর্ব চীন সাগরের বেইজিং-দাবী সেনকাকু দ্বীপপুঞ্জের আশেপাশে জাপানের জলসীমায় চীনা জাহাজের বারবার অনুপ্রবেশ এবং জাপানের কাছে চীন-রাশিয়ার যৌথ সামরিক তৎপরতা বৃদ্ধি পরিস্থিতিতে, আমি বিশ্বাস করি যে বেসরকারি খাতের পক্ষে পারস্পরিক বোঝাপড়ার জন্য একটি দ্বিপাক্ষিক সফরের ব্যবস্থা করা সত্যিই গুরুত্বপূর্ণ ও কার্যকর পদক্ষেপ। 

জাপানি সেলফ-ডিফেন্স ফোর্সের( SDF) এবং পিপলস লিবারেশন আর্মির (PLA) কর্মকর্তারা একে অপরের দেশে সপ্তাহব্যাপী থাকার সময় মতবিনিময় করবেন বলে জানায় জাপান-চীন মৈত্রী সংগঠন।

উল্লেখ্য, চায়না ইনস্টিটিউট ফর ইন্টারন্যাশনাল স্ট্র্যাটেজিক স্টাডিজের সাথে একত্রে আয়োজন করেছে জাপান-চীনের পুনরায় পারস্পরিক সফরের অনুষ্ঠানটি।১৯৮৯ সালে সাসাকাওয়া ফাউন্ডেশন দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিলো জাপান-চীন সংগঠনটি।    

আর সি