
ছবি:কিয়োদো নিউজ
উত্তর কোরিয়ার হুমকির মধ্যে প্রতিরক্ষা সক্ষমতা বাড়ানোর অঙ্গীকার করেছে জাপান-মার্কিন যুক্তরাষ্ট্র।উত্তর কোরিয়ার একটি ব্যর্থ স্যাটেলাইট উৎক্ষেপণের একদিন পর আজ বৃহস্পতিবার টোকিওতে জাপানের মন্ত্রীরা এবং মার্কিন প্রতিরক্ষা সচিব লয়েড অস্টিন সম্মত হয়েছেন যে দুই দেশ দক্ষিণ কোরিয়া এবং অস্ট্রেলিয়ার সাথে তাদের সহযোগিতাকে আরও গভীর করবে বলে জানায় প্রতিরক্ষা মন্ত্রনালয়।
প্রতিরক্ষা মন্ত্রনালয় জানায়,জাপান-মার্কিন জোট নিশ্চিত করেছে তাদের প্রতিরোধ এবং প্রতিক্রিয়া ক্ষমতাকে আরও শক্তিশালী করবে।এছাড়া মার্কিন প্রতিরক্ষা সচিব অস্টিন জাপানের পররাষ্ট্রমন্ত্রী ইয়োশিমাসা হায়াশি এবং প্রতিরক্ষামন্ত্রী ইয়াসুকাজু হামাদার সঙ্গে আলাদাভাবে সাক্ষাৎ করেন।আগামীকাল প্রধানমন্ত্রী ফুমিও কিশিদার সঙ্গে অস্টিনের সৌজন্য সাক্ষাৎ করার কথা রয়েছে বলে জানায় মন্ত্রনালয়।
প্রতিরক্ষা মন্ত্রনালয় আরও জানায়,জাপান,মার্কিন যুক্তরাষ্ট্র এবং দক্ষিণ কোরিয়া পিয়ংইয়ংয়ের পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র কর্মসূচি রোধ করার লক্ষ্যে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের রেজুলেশন লঙ্ঘন করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রযুক্তি ব্যবহার করে উত্তর কোরিয়ার উৎক্ষেপণের জন্য তীব্র নিন্দা জানিয়েছে।
এছাড়া কাউন্টারস্ট্রাইক ক্ষমতা বাড়ানোর লক্ষ্যে জাপান মার্কিন তৈরি, দূরপাল্লার টমাহক ক্রুজ ক্ষেপণাস্ত্র মোতায়েন করার সিদ্ধান্ত নিয়েছে।
মার্কিন প্রতিরক্ষা সচিব অস্টিন চার দেশের সফরের প্রথম ধাপে জাপানে পৌঁছেছেন।জাপান সফরের পর তিনি সিঙ্গাপুর, ভারত এবং ফ্রান্সে যাবেন।সিঙ্গাপুরে তিনি বার্ষিক আঞ্চলিক প্রতিরক্ষা শীর্ষ সম্মেলনে যোগ দেবেন, যা শাংরি-লা ডায়ালগ নামে পরিচিত।
আর সি