
ছবি:কিয়োদো নিউজ
উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র সম্পর্কে তথ্য আদান-প্রদানের সিস্টেম চালুর পরিকল্পনা করছে জাপান, মার্কিন যুক্তরাষ্ট্র এবং দক্ষিণ কোরিয়া।আজ শনিবার দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষা মন্ত্রী লি জং সুপ বলেন, পিয়ংইয়ংয়ের বারবার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষার মধ্যে জাপান, মার্কিন যুক্তরাষ্ট্র এবং দক্ষিণ কোরিয়া এই বছরের শেষ নাগাদ উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র সম্পর্কে রিয়েল-টাইম তথ্য আদান-প্রদানের জন্য একটি সিস্টেম চালু করবে।
সিঙ্গাপুরে জাপানি ও মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী ইয়াসুকাজু হামাদা এবং লয়েড অস্টিনের সাথে বৈঠকের পর সাংবাদিকদের কাছে পরিকল্পনাটি প্রকাশ করেন দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষা মন্ত্রী লি জং সুপ।
হামাদা এবং লয়েড অস্টিনের সাথে বৈঠকের পর প্রতিরক্ষা মন্ত্রী লি জং সাংবাদিকদের বলেন,উত্তরের ছোঁড়া ক্ষেপণাস্ত্রগুলো আরও সঠিকভাবে এবং দ্রুত সনাক্ত করতে পারবে এই সিস্টেমটি।বর্তমানে, ওয়াশিংটনের একটি সিস্টেম রয়েছে যা পিয়ংইয়ংয়ের ক্ষেপণাস্ত্র সম্পর্কে রিয়েল-টাইম তথ্য ট্র্যাক করে পৃথকভাবে টোকিও এবং সিউলকে জানায় ওয়াশিংটন।পাশাপাশি জাপান এবং দক্ষিণ কোরিয়া কাছে রিয়েল-টাইম তথ্য সরাসরি ভাগ করার কোনো ব্যবস্থা নেই বলে জানান দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষা মন্ত্রী।
এরআগে ২০২২ নভেম্বরে সালের জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা, মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এবং দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ইউন সুক ইওল কম্বোডিয়ায় এক বৈঠকে উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র সতর্কীকরণের তথ্য বাস্তব সময়ে শেয়ার করতে সম্মত হয়েছিলেন বলেও জানায় প্রতিরক্ষা মন্ত্রী লি জং।
প্রসঙ্গত,বুধবার একটি গোয়েন্দা স্যাটেলাইট উৎক্ষেপণের প্রথম প্রচেষ্টা ব্যর্থ হওয়ার পর শীঘ্রই একটি সামরিক গোয়েন্দা স্যাটেলাইট উৎক্ষেপণের ঘোষনা করেছে উত্তর কোরিয়া।এছাড়া কিম জং উনের বোন কিম ইয়ো জং বলেছেন, তার দেশ শিগগিরই সামরিক গোয়েন্দা স্যাটেলাইট কক্ষপথে স্থাপন করবে।একইসঙ্গে পিয়ংইয়ং তার সামরিক নজরদারি সক্ষমতা বাড়াবে বলেও প্রতিশ্রুতি দিয়েছেন তিনি।
উল্লেখ্য,শুক্রবার থেকে সিঙ্গাপুরে শুরু হয়েছে শাংরি-লা সংলাপ নিরাপত্তা সম্মেলন।শাংরি-লা সংলাপ নামে পরিচিত একটি বার্ষিক আন্তর্জাতিক সম্মেলনে যোগ দিতে সিঙ্গাপুরে আছেন জাপান, মার্কিন যুক্তরাষ্ট্র এবং দক্ষিণ কোরিয়ার তিন প্রতিরক্ষা মন্ত্রী।এছাড়া আজ শনিবার সিঙ্গাপুরে অস্ট্রেলিয়ান প্রতিরক্ষা মন্ত্রী রিচার্ড মার্লেসের সাথে একটি পৃথক ত্রিপক্ষীয় বৈঠক করেছেন হামাদা এবং অস্টিন।
আর সি