- রোববার ১১ মে ২০২৫

| বৈশাখ ২৮ ১৪৩২ -

Tokyo Bangla News || টোকিও বাংলা নিউজ

সিঙ্গাপুরে দ্বিপাক্ষিক বৈঠকে জাপান ও চীনের প্রতিরক্ষা মন্ত্রী

টিবিএন ডেস্ক

প্রকাশিত: ২০:৪৭, ৩ জুন ২০২৩

সিঙ্গাপুরে দ্বিপাক্ষিক বৈঠকে জাপান ও চীনের প্রতিরক্ষা মন্ত্রী

ছবি:কিয়োদো নিউজ

আজ সিঙ্গাপুরে বৈঠকে বসেছেন জাপানের প্রতিরক্ষা মন্ত্রী ইয়াসুকাজু হামাদা এবং চীনা প্রতিরক্ষা মন্ত্রী লি শাংফু।আজ শনিবার জাপানের পররাষ্ট্র মন্ত্রনালয় জানায় সিঙ্গাপুরে শাংগ্রি-লা সংলাপ আঞ্চলিক নিরাপত্তা বৈঠকের ফাঁকে জাপান ও চীনের দুই প্রতিরক্ষা মন্ত্রী একটি দ্বিপাক্ষিক আলোচনা বৈঠক অনুষ্ঠিত হয়েছে। 

বৈঠকে জাপানের প্রতিরক্ষা মন্ত্রী ইয়াসুকাজু হামাদা বলেন,টোকিও এবং বেইজিংকে অবশ্যই "গঠনমূলক এবং স্থিতিশীল" দ্বিপাক্ষিক সম্পর্ক গড়ে তোলার জন্য প্রচেষ্টা চালাতে হবে।

পররাষ্ট্র মন্ত্রনালয় জানায়,শীর্ষ বৈঠকে হামাদা জাপানের আঞ্চলিক জলসীমায় চীনা উপকূলরক্ষী জাহাজের বারবার অনুপ্রবেশের বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছেন।বৈঠকে হামাদা তাইওয়ান প্রণালী জুড়ে শান্তি ও স্থিতিশীলতা রক্ষার গুরুত্বও তুলে ধরেছেন।এছাড়াবৈঠকে দুই মন্ত্রী উত্তর কোরিয়া সম্পর্কেও মত বিনিময় করেছেন।বুধবার উত্তর কোরিয়ার গোয়েন্দা স্যাটেলাইট উৎক্ষেপণের বিষয় নিয়েও আলোচনা করেন দুই মন্ত্রী।   

২০২২ সালের জুনের পর দুই দেশের প্রতিরক্ষা প্রধানদের মধ্যে এটিই প্রথম বৈঠক বলে জানায় পররাষ্ট্র মন্ত্রনালয়।এরআগে জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা এবং অন্যান্য জি-৭ নেতারা হিরোশিমায় শীর্ষ সম্মেলনে সময় চীনের সাথে সংলাপের গুরুত্ব নিশ্চিত করার সময় জাপান ও চীনের প্রতিরক্ষা মন্ত্রীর এই বৈঠকের পরিকল্পনাটি করেন।পাশাপাশি জি-৭ এর নেতারা তাইওয়ান সম্পর্কিত বিরোধ শান্তিপূর্ণ উপায়ে সমাধানের জন্য চীনের প্রতি আহ্বান জানিয়েছিল।

উল্লেখ্য,শুক্রবার থেকে সিঙ্গাপুরে শুরু হয়েছে শাংরি-লা সংলাপ নিরাপত্তা সম্মেলন।শাংরি-লা সংলাপ নামে পরিচিত একটি বার্ষিক আন্তর্জাতিক সম্মেলনে  যোগ দিতে সিঙ্গাপুরে তিন দিনের সফরে আছেন জাপান জাপানের প্রতিরক্ষা মন্ত্রী ইয়াসুকাজু হামাদা।পাশাপাশি বুধবার থেকে পাঁচ দিনের সফরে সিঙ্গাপুরে আছেন চীনা প্রতিরক্ষা মন্ত্রী লি শাংফু।   

আর সি