
ছবি:দ্যা মাইনিচি
অস্ট্রেলিয়ার সঙ্গে একটি প্রতিরক্ষা প্রযুক্তি সহযোগিতা চুক্তি স্বাক্ষর করেছে জাপান।আজ রবিবার সিঙ্গাপুরে নিজ নিজ দেশের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন জাপানের প্রতিরক্ষা মন্ত্রী ইয়াসুকাজু হামাদা এবং অস্ট্রেলিয়ান প্রতিরক্ষা মন্ত্রী রিচার্ড মার্লেস।
জাপানের প্রতিরক্ষা মন্ত্রনালয় জানায়,প্রতিরক্ষা সরঞ্জামগুলোর যৌথ প্রযুক্তির অধ্যয়নের পদ্ধতি সহজ করার জন্য এবং ভারত-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে চীনের সামরিক শক্তি বৃদ্ধি নিয়ে উদ্বেগের মধ্যে দ্বিপাক্ষিক সহযোগিতাকে উন্নীত করার লক্ষ্যে দুই দেশের মধ্যে এ চুক্তি স্বাক্ষর হলো।
এর আগে জাপান যুক্তরাজ্যের সঙ্গে একটি প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর করেছে।মার্কিন যুক্তরাষ্ট্রের পর অস্ট্রেলিয়ার সাথে এই প্রতিরক্ষা প্রযুক্তি সহযোগিতার চুক্তিটি জাপানের দ্বিতীয় প্রতিরক্ষা চুক্তি বলে জানায় প্রতিরক্ষা মন্ত্রনালয়।
এছাড়া পূর্ব ও দক্ষিণ চীন সাগরে বেইজিংয়ের সামুদ্রিক দৃঢ়তা এবং এই অঞ্চলে সামরিক উপস্থিতির বিরুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে টোকিও এবং অস্ট্রেলিয়া তাদের নিরাপত্তা সহযোগিতা জোরদার করছে করেছে বলেও জানায় প্রতিরক্ষা মন্ত্রনালয়।
আর সি