
ছবি:দ্যা মাইনিচি
জাপানে ফেরার পর গ্রেফতার হলেন জাপানের প্রাক্তন সংসদ সদস্য গাসি।আজ সোমবার টোকিওর পুলিশ জানায় জাপানের প্রাক্তন আইন প্রণেতা এবং সোশ্যাল মিডিয়া ব্যক্তিত্ব গাসিকে সংযুক্ত আরব আমিরাত থেকে জাপানে ফিরে আসার পর গ্রেফতার করা হয়েছে।ইউটিউব ভিডিওতে অভিনেতা গো আয়ানো এবং জুয়েলারি ডিজাইনার কিমিও ফুকুটানিসহ তিনজনকে মানহানি করার হুমকি দেওয়ার অভিযোগে রবিবার তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানায় পুলিশ।এছাড়া তিনজনের একজনের ব্যবসায়িক কাজে হস্তক্ষেপ করারও অভিযোগ রয়েছে গাসির বিরুদ্ধে।
টোকিও পুলিশ জানায়,সংযুক্ত আরব আমিরাত থেকে আসার পর নারিতা বিমানবন্দর থেকে তাকে গ্রেফতার করা হয়।তাকে গ্রেফতার করার সময় তদন্তকারীদের সাথে কয়েক ডজন মিডিয়া কর্মী উপস্থিত হয়েছিল বিমানবন্দরে।
তদন্তকারী সূত্র থেকে জানায়, ইন্টারন্যাশনাল ক্রিমিনাল পুলিশ অর্গানাইজেশন বা ইন্টারপোলের মাধ্যমে এপ্রিলে তাকে আন্তর্জাতিক ওয়ান্টেড তালিকায় রাখা হয়েছিল।
তদন্তকারী সূত্র থেকে আরও জানায়,মার্চ মাসে তার গ্রেপ্তারের পরোয়ানা পাওয়ার পর, পুলিশ মে মাসে ইউএইতে তদন্তকারীদের পাঠায় এবং স্থানীয় কর্তৃপক্ষের সহযোগিতা চেয়েছিল জাপান।এছাড়া পুলিশ পরোয়ানা পাওয়ার পর জাপানের পররাষ্ট্র মন্ত্রণালয় গাসিকে তার পাসপোর্ট হস্তান্তরের নির্দেশ দিয়েছিল। তিনি জাপানে ফিরে আসার এবং ভিডিওগুলির বিষয়ে স্বেচ্ছায় জিজ্ঞাসাবাদ করার জন্য কর্তৃপক্ষের অনুরোধ বারবার উপেক্ষা করেন বলে জানায় তদন্তকারী পুলিশ।
৫১ বছর বয়সী গাসির আসল নাম ইয়োশিকাজু হিগাশিতানি।তিনি তার চ্যানেলে সেলিব্রিটি কেলেঙ্কারি সম্পর্কে ভিডিও পোস্ট করে একজন জনপ্রিয় ইউটিউবার হয়ে ওঠেন। গত বছর নির্বাচিত হওয়ার পর থেকে কোনো অধিবেশনে যোগ না দেওয়ায় মার্চ মাসে একজন আইনপ্রণেতা হিসেবে তার মর্যাদা কেড়ে নেয় হাউস অফ কাউন্সিলররা।
উল্লেখ্য,২০২২ সালের জুলাইয়ে জাপানের উচ্চকক্ষের নির্বাচনে তার আসনে জয়ী হওয়ার আগে থেকেই তিনি মধ্যপ্রাচ্যের দেশ সংযুক্ত আরব আমিরাতে বসবাস করতেন।
আর সি