- রোববার ১১ মে ২০২৫

| বৈশাখ ২৮ ১৪৩২ -

Tokyo Bangla News || টোকিও বাংলা নিউজ

ন্যাটোতে যোগদানে সুইডেনের প্রতি জাপানের সমর্থন

টিবিএন ডেস্ক

প্রকাশিত: ২৩:০৯, ৬ জুন ২০২৩

ন্যাটোতে যোগদানে সুইডেনের প্রতি জাপানের সমর্থন

ছবি:কিয়োদো নিউজ

পররাষ্ট্রমন্ত্রী ইয়োশিমাসা হায়াশি জুলাই মাসে ট্রান্স-আটলান্টিক সামরিক জোটের শীর্ষ সম্মেলনের আগে ন্যাটোতে যোগদানের জন্য সুইডেনের সদস্যপদের প্রতি জাপানের সমর্থন ব্যক্ত করেছেন।আজ মঙ্গলবার পররাষ্ট্রমন্ত্রী হায়াশি পরিষ্কার জানিয়ে দিয়েছেন, ন্যাটোয় অন্তর্ভুক্তিতে সুইডেনকে সমর্থন দেবে জাপান।

জাপানের পররাষ্ট্র মন্ত্রনালয় জানায়,ইউক্রেনের উপর চলমান রাশিয়ান যুদ্ধ এবং ইন্দো-প্রশান্ত মহাসাগরে চীনের তীব্র সামরিক কার্যকলাপের মধ্যে হায়াশি এবং সুইডিশ প্রতিরক্ষা মন্ত্রী পাল জনসনও টোকিওতে বৈঠকের সময় দ্বিপাক্ষিক সহযোগিতাকে আরও জোরদারের গুরুত্ব নিয়ে আলোচনা করেছেন।

পররাষ্ট্র মন্ত্রনালয় জানায়,লিথুয়ানিয়ার রাজধানী ভিলনিয়াসে ১১ জুলাই থেকে নির্ধারিত দুদিনের বৈঠকে সুইডেনের সদস্যপদ নিয়ে আলোচনা করবেন ন্যাটো নেতারা।সুইডেনের সদস্যপদ ন্যাটোর ৩১ টি সদস্য দেশ দ্বারা অনুমোদিত হবে বলে জানায় জাপানের পররাষ্ট্র মন্ত্রনালয়।

মার্কিন যুক্তরাষ্ট্রসহ বেশিরভাগ ন্যাটো দেশ স্ক্যান্ডিনেভিয়ান দেশটিকে সদস্য হিসাবে গ্রহণ করতে প্রস্তুত।কেবলমাত্র তুরস্ক এবং হাঙ্গেরিই ফিনল্যান্ড-সুইডেনের সদস্যপদের আবেদন এখনো অনুমোদন করেনি।

এরআগে ২০২২ সালের মে মাসে রাশিয়ার বিরুদ্ধে নিরাপত্তার জন্য ন্যাটোতে যোগদানের জন্য আবেদন করেছিল সুইডেন এবং ফিনল্যান্ড।ফিনল্যান্ড চলতি বছরের এপ্রিল মাসে ন্যাটো সদস্য হয়েছে।

জনসন বলেন, সুইডেন জাপানের সাথে সম্পর্কের উপর গুরুত্ব দেয় এবং নিরাপত্তার সহযোগিতাকে আরও উন্নীত করবে তার দেশ বিশেষ করে ইন্দো-প্রশান্ত মহাসাগরের বিষয়ে।এছাড়া সোমবার জাপানে পৌঁছে জনসন জাতীয় প্রেসক্লাবে একটি সংবাদ সম্মেলনে বলেন, আশা করছি খুব শীঘ্রই ন্যাটোতে যোগদান করবে সুইডেন।

জাপানের পররাষ্ট্র মন্ত্রনালয় আরও জানায়,সিঙ্গাপুরে তিন দিনের শাংরি-লা সংলাপে যোগদানের পর সোমবার জাপানে পৌঁছেছেন সুইডিশ প্রতিরক্ষা মন্ত্রী পাল জনসন।     
 

আর সি