- রোববার ১১ মে ২০২৫

| বৈশাখ ২৮ ১৪৩২ -

Tokyo Bangla News || টোকিও বাংলা নিউজ

টাইফুনে জাপানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে ভূমিধস,বন্যার সতর্কবার্তা

ষ্টাফ রিপোর্টার

প্রকাশিত: ১৩:৫৮, ৫ জুলাই ২০২২

টাইফুনে জাপানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে ভূমিধস,বন্যার সতর্কবার্তা

ছবি:দ্যা মাইনিচি

টাইফুনে জাপানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে ভূমিধস হয়েছে সেইসাথে আবহাওয়া সংস্থা নদীর আশেপাশের নিচু এলাকায় বন্যার সতর্কবার্তা দিয়েছে।মঙ্গলবার সকালে জাপানের নাগাসাকির দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় প্রিফেকচারের সাসেবোর কাছে  টাইফুন আছড়ে পড়ায় ভূমিধস হয়েছে বলে জানায় আবহাওয়া সংস্থা।

জাপানের আবহাওয়া সংস্থা জানায়, টাইফুনটি জাপানের দ্বীপপুঞ্জের পশ্চিম ও কেন্দ্রীয় অংশের দিক থেকে ধীরে ধীরে পূর্ব দিকে অগ্রসর হচ্ছে।বুধবারের প্রথম দিকে এটি নিম্নচাপে পরিণত হতে পারে বলে মনে করছে আবহাওয়া সংস্থাটি।

উনজেন প্রিফেকচারের কাছাকাছি একটি এলাকায় এক ঘণ্টায় ১২০ মিলিমিটারের বেশি বৃষ্টি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।এই অবস্থায় বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়ে বন্যা থেকে সতর্ক থাকার জন্য বাসিন্দাদের আহ্বান জানিয়েছে সরকার।

আবহাওয়া সংস্থা আরও জানায়,সকাল ৬ টা পর্যন্ত টাইফুনটির ১,০০০ হেক্টোপাস্কেলের বায়ুমণ্ডলীয় চাপ ছিল এবং প্রতি ঘন্টায় ৯০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বয়ে গেছে।

বুধবার সকাল ৬ টা থেকে ২৪ ঘন্টার মধ্যে শিকোকু এবং কিনকি অঞ্চলে ২৫০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের পূর্বাভাস এবং নাগোয়ার টোকাই অঞ্চলে ২০০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া সংস্থা। 

আর সি