- রোববার ১১ মে ২০২৫

| বৈশাখ ২৮ ১৪৩২ -

Tokyo Bangla News || টোকিও বাংলা নিউজ

জেগে উঠেছে মাউন্ট-সুরুমিমাউন্ট গারানের আগ্নেয়গিরি,সতর্কতা জারি

ষ্টাফ রিপোর্টার

প্রকাশিত: ১৩:৩৪, ৮ জুলাই ২০২২

জেগে উঠেছে মাউন্ট-সুরুমিমাউন্ট গারানের আগ্নেয়গিরি,সতর্কতা জারি

ছবি:কিয়োদো নিউজ

জাপান আবহাওয়া সংস্থা কর্তৃক মাউন্ট-সুরুমিমাউন্ট গারানে জারি করা আগ্নেয়গিরির সতর্কতা নিম্নরূপ।

আগ্নেয়গিরির নাম: মাউন্ট সুরুমি এবং মাউন্ট গারান

অঞ্চল: দক্ষিণ-পশ্চিম জাপান

দিন এবং সময়: ৮ জুলাই,২০২২,সকাল ৫:১০ মিনিট   

স্তর: ২

আবহাওয়া সংস্থা কর্তৃক জারিকৃত সতর্ক বার্তা অনুসারে, আগ্নেয়গিরিটি ‘অস্বাভাবিক অবস্থায়’ রয়েছে। আগ্নেয়গিরির সতর্কতা সীমা অনুযায়ী এটি বর্তমানে ২ স্তরে রয়েছে।এছাড়া মাউন্ট সুরুমি এবং মাউন্ট গারান অঞ্চলে প্রবেশে নিষেধাজ্ঞা এবং বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেয়ার নির্দেশ দিয়েছে আবহাওয়া সংস্থা। 

আর সি