
ছবি:দ্যা মাইনিচি
আজ ২০ জুলাই টোকিওসহ কান্টো-কোশিন অঞ্চলের ৩৫ ডিগ্রি সেলসিয়াস বা তার বেশি তাপমাত্রা হওয়ার পূর্বাভাস দিয়েছে জাপান আবহাওয়া সংস্থা (জেএমএ)।
আবহাওয়া সংস্থা জানায়,৩ জুলাইয়ের পর প্রথমবারের মতো রাজধানীতে ৩৫ ডিগ্রি সেলসিয়াস বা তার বেশি তাপমাত্রায় পৌঁছেবে।সেইসাথে জনগনকে হিটস্ট্রোকের বিরুদ্ধে সতর্কতামূলক ব্যবস্থা নেওয়ার জন্য আহ্বান জানিয়েছে আবহাওয়া সংস্থা।
সংস্থার মতে, টোকিওর উত্তরে সাইতামা প্রিফেকচারের কুমাগায়া শহরের উচ্চ তাপমাত্রা ৩৬ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করার পূর্বাভাস দেওয়া হয়েছে।অন্যদিকে কেন্দ্রীয় টোকিও, রাজধানীর উত্তর-পশ্চিমে মায়েবাশির গুনমায় ৩৫ ডিগ্রি সেলসিয়াস রেজিস্টার করার পূর্বাভাস দেওয়া হয়েছে।এছাড়া মধ্য জাপানের শহরসহ ইয়ামানাশি প্রিফেকচারের কোফুর তাপমাত্রা ৩৫ ডিগ্রি সেলসিয়াস রেজিস্টার করার পূর্বাভাস দেওয়া হয়েছে। কেন্দ্রীয় টোকিওয় জুনের শেষ থেকে জুলাইয়ের শুরু পর্যন্ত রেকর্ড মাত্রার তাপ দেখা গেছে, কিন্তু তারপরে গরমের তাপমাত্রা কমে গিয়েছিল।
২০ শে জুলাই সকাল ৯ টা পর্যন্ত উত্তর-পূর্ব জাপানের ইওয়াকি শহরের ফুকুশিমা প্রিফেকচারের ৩২.৩ সেন্টিগ্রেডে ছুঁয়েছে।হিটাচি এবং মিটোর ইবারাকি প্রিফেকচারের শহরগুলোতে যথাক্রমে ৩২.০ এবং ৩১.৭ সেন্টিগ্রেড নিবন্ধিত হয়েছে। টোকিও শহরতলির শহর ফুচু ৩১.৮ সেন্টিগ্রেড তাপমাত্রা পর্যবেক্ষণ করেছে আবহাওয়া সংস্থা।
আর সি