
ছবি:কিয়োদো নিউজ
বৈশ্বিক তাপমাত্রা জনিত কারনে ২০ বছরের মধ্যে মৃত্যুর সংখ্যা বৃদ্ধি পেয়েছে ৬৮ শতাংশ।গবেষকদের একটি আন্তর্জাতিক দলের একটি গবেষণায় দেখা গেছে জলবায়ু পরিবর্তনও অনেক দেশে গুরুতর খাদ্য ঘাটতিতেও মৃত্যু হয়।গত ২৫ অক্টোবর ব্রিটিশ মেডিকেল জার্নাল দ্য ল্যানসেটে আন্তর্জাতিক গবেষকদের দলটি প্রকাশ করেছে তাদের এই গবেষণাটি।
গবেষকদের দলটি ক্রমবর্ধমান তাপমাত্রার বৈশ্বিক প্রভাব বিশ্লেষণ করে দেখেছে ২০০০-২০০৪ সালের তুলনায় ২০১৭-২০২১ সালে তাপজনিত কারনে মৃত্যু বেড়েছে ৬৮ শতাংশ।
গবেষণায় দেখা গেছে,উচ্চ বৈশ্বিক তাপমাত্রা ফসলের ফলনের জন্য বড় হুমকি হয়ে উঠছে।১৯৮১ থেকে ২০১০ সালের তুলনায় ২০২০ সালে ১০৩টি দেশে খাদ্য ঘাটতিতে আক্রান্ত মানুষের সংখ্যা আনুমানিক ৯৮ মিলিয়ন বেড়েছে।এছাড়া উষ্ণ তাপমাত্রায় সংক্রামক রোগের বিস্তার হচ্ছে।১৯৫১ থেকে ১৯৬০ সালের তুলনায় ২০২১ সালে ১২ শতাংশ বৃদ্ধি পেয়েছে ডেঙ্গু জ্বরের সংক্রমণের ঝুঁকি।
গবেষণায় গবেষকদের দলটি আরও দাবি করেছে যে করোনা মহামারীর সাথে ডেঙ্গুর প্রভাবে দক্ষিণ আমেরিকা, এশিয়া এবং আফ্রিকার অনেক অঞ্চলে স্বাস্থ্য ব্যবস্থা, ভুল রোগ নির্ণয় এবং উভয় রোগের ব্যবস্থাপনায় জটিলতার সৃষ্টি হয়েছে।
এছাড়া গবেষকরা আরও জানিয়েছে পিএম ২.৫ বায়ু কণা দূষণের সংস্পর্শে ২০২০ সালে ৩.৩ মিলিয়ন মৃত্যু হয়েছে।এর মধ্যে ১.২ মিলিয়ন জীবাশ্ম জ্বালানীর দহনের সাথে সরাসরি সম্পর্কিত ছিল বলে জানিয়েছে গবেষকরা।
উল্লেখ্য, চলতি বছরের ১৮ নভেম্বরে মিশরের শার্ম এল-শেখে ইউএনএফসিসিসি-এর কনফারেন্স অব দ্য পার্টিস (কপ-২৭) এর ২৭তম সম্মেলন অনুষ্ঠিত হবে।জলবায়ু সম্মেলনের আগেই গবেষকদের একটি আন্তর্জাতিক দল ২৫ অক্টোবর ব্রিটিশ মেডিকেল জার্নাল দ্য ল্যানসেটে প্রকাশ করেছে এই গবেষণাটি।
আর সি