- শুক্রবার ০৯ মে ২০২৫

| বৈশাখ ২৬ ১৪৩২ -

Tokyo Bangla News || টোকিও বাংলা নিউজ

বিদেশিদের উপর পুলিশের আচরনের তথ্য সংগ্রহ করবে টোকিও বার অ্যাসোসিয়েশন

ষ্টাফ রিপোর্টার

প্রকাশিত: ২১:১৪, ১৩ ডিসেম্বর ২০২১

বিদেশিদের উপর পুলিশের আচরনের তথ্য সংগ্রহ করবে টোকিও বার অ্যাসোসিয়েশন

ছবি:কিয়োদো নিউজ

আগামী জানুয়ারি'র ১১ তারিখ থেকে বিদেশিদের উপর পুলিশের আচরণের তথ্য সংগ্রহ করবেন টোকিও বার অ্যাসোসিয়েশন।
 
সোমবার জাপানের ফরেন করেসপন্ডেন্ট ক্লাবে অ্যাসোসিয়েশনের আইনজীবি জুনকো হায়াশি একথা জানান।

তিনি বলেন, জাপানে বসবাসরত বিদেশিদের উপর জাপানের পুলিশের আচরন কেমন অথবা বিদেশীদের মনোভাব কেমন; তার উপর সম্যক ধারণা অর্জনের লক্ষেই এই উদ্যোগ।


তিনি বলেন, জাতিগত প্রোফাইলিংয়ের অভিযোগে বিদেশি ব্যক্তিদের জাপানি পুলিশ দ্বারা আটকানো এবং জিজ্ঞাসাবাদ করা হয়েছে, এমন পরিস্থিতির অনুসন্ধান শুরু করবেন তারা।  

পুলিশ অফিসাররা প্রায়শই বিদেশি বংশোদ্ভূত লোকদের জাতিগতভাবে সন্দেহ করে। আমাদের এই সমস্যা সম্পর্কে আরও বিস্তারিত তথ্য দরকার বলেও উল্লেখ করেন হায়াশি।

আর সি