- রোববার ১১ মে ২০২৫

| বৈশাখ ২৮ ১৪৩২ -

Tokyo Bangla News || টোকিও বাংলা নিউজ

মেক্সট স্কলারশিপ ২০২২–এ জাপানে উচ্চশিক্ষার সুযোগ

ষ্টাফ রিপোর্টার

প্রকাশিত: ১১:২৫, ৩ নভেম্বর ২০২১

মেক্সট স্কলারশিপ ২০২২–এ জাপানে উচ্চশিক্ষার সুযোগ


জাপানের শিক্ষা, সংস্কৃতি, খেলাধুলা, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় (MEXT) জাপানি বিশ্ববিদ্যালয়ে এ স্কলারশিপ প্রোগ্রামের আওতায় স্নাতক বা গবেষণা (স্নাতকোত্তর/পিএইচডি) শিক্ষার্থী হিসেবে পড়াশোনা করতে আগ্রহী আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য বৃত্তি প্রদান করে।

সাধারণত মেক্সট জাপানি সরকারি বৃত্তির আবেদন এপ্রিল মাসে ঘোষিত হয়। কিন্তু এ বছর কোভিড-১৯–এর কারণে আবেদনের তারিখ বিলম্বিত হয়েছে। তবে সম্প্রতি বেশির ভাগ দেশে মেক্সট স্কলারশিপ ২০২১ ঘোষণা করা হয়েছে। এই স্কলারশিপে জাপানি দূতাবাস বা সরাসরি বিশ্ববিদ্যালয়ের মাধ্যমে আবেদন করতে হয়। জাপানি ভাষা এবং আইইএলটিএস/টোফেল এই বৃত্তির জন্য টোফেল বাধ্যতামূলক নয়।

মেক্সট বৃত্তির সংক্ষিপ্ত কথা একনজরে
অধ্যয়নের স্তর: স্নাতক/স্নাতকোত্তর/পিএইচডি/প্রশিক্ষণ
প্রতিষ্ঠান: জাপানি বিশ্ববিদ্যালয়
পড়াশোনা: জাপান
অফারকৃত কোর্স: সোশ্যাল সায়েন্স থেকে ইঞ্জিনিয়ারিং, মেডিকেল টু হেলথ, আর্টস, হিউম্যানিটিজ ইত্যাদি জাপানি বিশ্ববিদ্যালয়গুলোতে যেসব কোর্স অফার করা হয়, সেখানে কোনো একাডেমিক ক্ষেত্রের বিধিনিষেধ নেই।

প্রোগ্রাম সময়কাল: স্নাতক: ৪-৫ বছর, মাস্টার্স: ২-৩ বছর, পিএইচডি: ৩-৪ বছর
বৃত্তির আবেদনের শেষ সময়সীমা: এক দূতাবাস থেকে অন্য দূতাবাসে ভিন্ন হতে পারে।
মেক্সট বৃত্তি কী কী কাভারেজ দিয়ে থাকে: মেক্সট বৃত্তি ২০২২ জাপানের শিক্ষাপ্রতিষ্ঠানে অধ্যয়নের জন্য আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য সম্পূর্ণ অর্থায়িত বৃত্তি। এ বৃত্তি প্রাপককে নানা সুবিধা দেয়।

ভাতা: মাসিক উপবৃত্তি ভাতা, প্রিপারেটরি ভাতা (২০২১ রেট)
শিক্ষার ফি: প্রবেশিকা পরীক্ষার ফি, বিশ্ববিদ্যালয়গুলোতে টিউশন ফি মেক্সট দ্বারা প্রদান করা হবে।
ভ্রমণের ব্যয়: মেক্সট আপনার দেশ থেকে জাপান পর্যন্ত আপনার রাউন্ড এয়ারফেয়ার ভ্রমণ ব্যয়কে কভার করবে। বিমানের টিকিটটি ইকোনমি শ্রেণির টিকিট হবে।
আবাসন: বিশ্ববিদ্যালয় কর্তৃক প্রদত্ত আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য আবাসন হল।

মেক্সট ২০২২ স্কলারশিপের জন্য যোগ্যতার মানদণ্ড
মেক্সট বৃত্তি ২০২২–এর জন্য যোগ্যতা অর্জনের জন্য প্রার্থীকে নিচের বিষয়গুলো পূরণ করতে হবে:
১.প্রয়োজনীয় ভাষা: ইংরেজি
২.আবেদনের যোগ্য দেশ: বিশ্বের সব দেশ
৩.আবেদনকারীদের অবশ্যই জাপানের সঙ্গে কূটনৈতিক সম্পর্কযুক্ত একটি দেশের জাতীয়তা থাকতে হবে। আবেদনের সময় জাপানি জাতীয়তার অধিকারী একজন আবেদনকারী যোগ্য নন।
৪.স্নাতকোত্তর শিক্ষার্থীদের জন্য: আপনার বয়স কমপক্ষে ১৭ ও ২৫ বছরের কম বয়সী হতে হবে এবং স্কুলশিক্ষার ১২ বছর শেষ করেছেন বা একটি উচ্চবিদ্যালয়ের সঙ্গে তুলনীয় স্কুলে কোর্স সম্পন্ন করেছেন (সম্ভাব্য স্নাতকদেরও অন্তর্ভুক্ত)।
৫.মাস্টার্স/পিএইচডি শিক্ষার্থীদের জন্য: আপনার বয়স ৩৫ বছরের কম হতে হবে এবং একটি কলেজ স্নাতক (সম্ভাব্য স্নাতকদের অন্তর্ভুক্ত) বা আপনার অবশ্যই ১৬ বা ১৮ বছর পড়াশোনা শেষ করতে হবে।
৬ .শিক্ষক প্রশিক্ষণার্থীদের জন্য: আপনার বয়স ৩৫ বছরের কম এবং কলেজ বা শিক্ষক প্রশিক্ষণ কলেজের স্নাতক হতে হবে আপনার দেশের প্রাথমিক, মাধ্যমিক বা শিক্ষক প্রশিক্ষণ কলেজের শিক্ষক হিসেবে আপনার কমপক্ষে পাঁচ বছরের সক্রিয় অভিজ্ঞতা থাকতে হবে।

জাপানি অধ্যয়নরত শিক্ষার্থীদের জন্য: আবেদনকারীদের অবশ্যই ১৮ থেকে ৩০ বছর বয়সের হতে হবে।
মেক্সট স্কলারশিপ ২০২২–এর জন্য আবেদন করার জন্য যে যে নির্দেশ অনুসরণ করতে হয়—

১. আপনার দেশের জাপানি দূতাবাস বা কনস্যুলেটের সঙ্গে যোগাযোগ করুন।
২. আপনার দেশের জাপানি দূতাবাসের ওয়েবসাইট দেখুন। শিক্ষা/বৃত্তি ট্যাবের অধীনে, আপনি ম্যাক্সেট বৃত্তি পাবেন।
৩. মেক্সেট স্কলারশিপের আবেদন ফরমটি ডাউনলোড করুন এবং এটি পূরণ করুন।
৪. প্রয়োজনীয় কাগজপত্র আপনার দেশের জাপানি দূতাবাসে জমা দিন।
৫.জাপানি দূতাবাস কর্তৃক একটি লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং এরপর প্রার্থীদের মৌখিক পরীক্ষা নেওয়া হবে।
৬. সফল প্রার্থীদের ই–মেইল বা দূতাবাসের ওয়েবসাইটের মাধ্যমে জানানো হবে।

মেক্সট স্কলারশিপ ২০২২–এর জন্য প্রয়োজনীয় ডকুমেন্টস—

 বৃত্তির আবেদন ফরম

১.সরকারি স্ট্যাম্পসহ সর্বোচ্চ ডিগ্রি যাচাই করতে হবে।
স্নাতক প্রোগ্রামের আবেদনকারীরা: শিক্ষার ১২ বছর।
মাস্টার্স প্রোগ্রামের আবেদনকারীরা: স্নাতক ডিগ্রি সম্পন্ন হতে হবে ।
পিএইচডি প্রোগ্রামের আবেদনকারীরা: মাস্টার্স ডিগ্রি সম্পন্ন হতে হবে।
দ্রষ্টব্য: ডিগ্রিটি যদি ইংরেজিতে না হয়, তবে ইংরেজিতে কোনো অনুবাদের একটি নোটারাইজড কপি প্রয়োজন।
২.সরকারি স্ট্যাম্পসহ সর্বোচ্চ ডিগ্রি ট্রান্সক্রিপ্ট যাচাই করা লাগবে। (গ্রেডিং সিস্টেমসহ)
মাস্টার্স প্রোগ্রাম আবেদনকারীরা: ব্যাচেলর ডিগ্রি ট্রান্সক্রিপ্ট
পিএইচডি প্রোগ্রাম আবেদনকারীরা: মাস্টার্স ডিগ্রি ট্রান্সক্রিপ্ট
দ্রষ্টব্য: ডিপ্লোমা যদি ইংরেজিতে না থাকে, তবে ইংরেজিতে কোনো অনুবাদের নোটারিযুক্ত অনুলিপি বা হয়।
৩.দুটি সুপারিশপত্র: আবেদনকারীর শিক্ষক/পরামর্শদাতারা/নিয়োগকারীরা (যাঁরা আপনার একাডেমিক কর্মক্ষমতা এবং গবেষণা সম্ভাবনার মূল্যায়ন করতে সক্ষম হন, তাঁদের কাছ থেকে সুপারিশপত্র নিতে হবে) উভয়টিই ইংরেজিতে লিখতে হবে। (গবেষণা শিক্ষার্থীদের জন্য)
৪. পাসপোর্ট স্ক্যান কপি
৫. (সিভি) (গবেষণা শিক্ষার্থীদের জন্য)
৬.ফটোগ্রাফ
৭. অধ্যয়নের পরিকল্পনা/উদ্দেশ্য বিবৃতি: অধ্যয়ন পরিকল্পনাটি ইংরেজি ভাষায় লিখতে হবে। প্রাথমিক বিষয়বস্তুতে প্রয়োগের অনুপ্রেরণা,শিক্ষা/গবেষণা ব্যাকগ্রাউন্ড ইত্যাদি (গবেষণা শিক্ষার্থীদের জন্য)
৮. ইংরেজি ভাষা দক্ষতার সনদ: যেসব শিক্ষার্থীর ভাষা ইনস্টিটিউট ইংরেজিতে ছিল, তাঁরা তাঁদের সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি দক্ষতার প্রশংসাপত্র জমা দিতে হবে এবং তাঁদের ভাষা পরীক্ষা থেকে অব্যাহতি দেওয়া হয়।
৯.একাডেমিক থিসিস বা প্রাসঙ্গিক প্রকাশনা (গবেষণা শিক্ষার্থীদের জন্য)
১০.অন্যান্য রেফারেন্স ডকুমেন্ট (প্রযোজ্য ক্ষেত্রে)

আর সি