
টুইটারের কর্মীদের জন্য নতুন নির্দেশনা দিয়েছেন ইলন মাস্ক।তিনি বলেন টুইটার কর্মীদের হয় দীর্ঘ সময় ধরে কাজ করতে হবে নয়তো চাকরি ছেড়ে দিতে হবে।আজ বৃহস্পতিবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।
প্রতিবেদনে বলা হয়েছে,ইলন মাস্ক টুইটার কর্মীদের বলেছেন- তাদের অবশ্যই ‘উচ্চ চাপের মধ্যে দীর্ঘ সময়’ কাজ করার প্রতিশ্রুতি দিতে হবে,অন্যথায় সংস্থাটি ছেড়ে চলে যেতে হবে।
বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে,সোশ্যাল মিডিয়ার জায়ান্ট এই সংস্থাটির কর্মীদের বলা হয়েছে, তারা নতুন টুইটারের অংশ হতে চাইলে যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় বৃহস্পতিবার বিকেল ৫টার মধ্যে একটি লিংকে ক্লিক করতে হবে।
ইলন মাস্ক আরও বলেছেন, ‘আপনি যে সিদ্ধান্তই নিন না কেন, টুইটারকে সফল করার জন্য আপনার প্রচেষ্টার জন্য আপনাকে ধন্যবাদ।’
গত মাসে রেকর্ড ৪৪ বিলিয়ন মার্কিন ডলারে টুইটার কিনে নেন ইলন মাস্ক। এরপর বিশ্বের সবচেয়ে ধনী এই ব্যক্তি ইতোমধ্যে টুইটারের অর্ধেক কর্মীকে ছেড়ে দেওয়া হচ্ছে বলে ঘোষণা দিয়েছেন। মাস্ক আরও বলেছিলেন, কর্মী ছাঁটাই ছাড়া তার আর কোনও বিকল্প নেই কারণ কোম্পানিটি প্রতিদিন ৪০ লাখ মার্কিন ডলার হারাচ্ছে।
এছাড়া মাস্ক টুইটার কেনার পর সংস্থাটির শীর্ষস্থানীয় একাধিক নির্বাহীও পদত্যাগ করেছেন।
এদিকে আরেক মার্কিন সংবাদমাধ্যম ব্লুমবার্গ জানিয়েছে, কর্মীদের কাছে পাঠানো ইমেইলে সোশ্যাল মিডিয়ার জায়ান্ট এই প্রতিষ্ঠানটির মালিক বলেছেন, টুইটার কর্মীদের সপ্তাহে কমপক্ষে ৪০ ঘণ্টা অফিসে কাজ করতে হবে।
ইমেইলে মাস্ক আরও বলেছেন,এই বার্তাকে নমনীয়ভাবে দেখার কোনও উপায় নেই।এছাড়া বিশ্ব অর্থনীতির মন্দায় টুইটারের বিজ্ঞাপনের আয়কে ক্ষতিগ্রস্ত করতে চলেছে।
উল্লেখ্য,ইলন মাস্ক সোশ্যাল মিডিয়া জায়ান্ট টুইটার কিনে নিয়েছেন এক মাসও হয়নি।এর মধ্যে নানা বিতর্কিত সিদ্ধান্ত নিয়েছেন তিনি। মার্কিন এই ধনকুবেরের বিতর্কিত সিদ্ধান্তের অগ্রযাত্রা চলছেই।
আর সি